বিনোদন ডেস্ক: আসছে...১৪ই ফেব্রুয়ারী, ভালবাসা দিবস উপলক্ষে, তরুন কন্ঠ শিল্পী সপ্নীল সোহেল এবং অরিন এর গাওয়া "আমার সব কিছুতেই তুমি" শিরোনামের মিউজিক ভিডিও, গানটিতে মডেল হয়েছেন জেরিন জারা খান এবং সপ্নীল সোহেল নিজেই, ভিডিওটি পরিচালনা করেছেন সেকত রেজা, মুল ভাবনায় সপ্নীল সোহেল, গানটি লিখেছেন শরিফ বীরজান, সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন মুশফিক লিটু।
ঢাকার আসে পাশের ভিবিন্ন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে, ভিডিও প্রসঙ্গে সপ্নীল সোহেল বলেন, অনেক দিনের রোপন করা সপ্নের ফসল এটি, তা ছাড়া এই গানটির লেখা থেকে সুরু করে সুরকার, কম্পোজার, প্রত্যেকেই ভাল কাজ করেছন, বিশেষ করে সুরকার নাজির মাহমুদ ভাইয়ার কথা বলতেই হয় তিনি অনেক যত্ন করে গানটি সুর করেছেন, আর অরিন আপু অসম্ভব ভাল গান গায় নতুন করে কিছু বলার নেই, আশা করি আপনাদের ভাল লাগবে, খুব শিঘ্রই দেশের বিভিন্ন চ্যানেল এবং ইউটিউবে গানটি প্রচারিত হবে।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস