রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪১:২১

৪৪ বছর বয়সী জয়া আহসানের সঙ্গে আবারো শাকিব

৪৪ বছর বয়সী জয়া আহসানের সঙ্গে আবারো শাকিব

বিনোদন ডেস্ক:  ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমাটি পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ৮ই এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে। আর এই সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন ৪৪ বছর বয়সি জয় আহসান ও ৩১ বছর বয়সি শাকিব খান।  

এর আগে ২০১৩ সালে শাকিব, জয়া ও আরিফিন শুভকে নিয়ে সাফিউদ্দিন সাফি নির্মাণ করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিটি। মুক্তির পর সফলতা পায় সেটি। তারই ধারাবাহিকতায় নির্মিত এ ছবিটি নির্মান করেন পরিচালক সাফিউদ্দিন সাফি।

ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ক্রিকেটারের সঙ্গে একজন মডেলের প্রেম দেখানো হয়েছে ছবিতে। আর ছবির গানগুলোর দৃশ্য রামুজি ফিল্ম সিটির মনোরম লোকেশনে ধারণ হয়েছে। সবকিছু মিলে ছবিটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা রাখছি। ফ্রেন্ডস মুভিজের প্রযোজনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, ইমন ও মৌসুমী হামিদ।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে