রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৬:২৩

ভিন্ন অঙ্গনে মজেছেন ক্যাটরিনা-আদিত্য

ভিন্ন অঙ্গনে মজেছেন ক্যাটরিনা-আদিত্য

বিনোদন ডেস্ক : নতুন করে মজেছেন ক্যাটরিনা-আদিত্য। এর আগেও অন্য রূপে এক সঙ্গে দেখা গেছে তাদের। কিন্তু তা ছিল বিজ্ঞাপনের পর্দায়। সেখানে আমের স্বাদে মজেছিলেন জনপ্রিয় এই দুই বলিউড অভিনেতা ও অভিনেত্রী। তবে এবার মজেছেন ভিন্ন অঙ্গনে, অন্য আঙ্গিকে।

এর আগে শীতে পর্দায় উষ্ণতার পারদ চড়াবে আদিত্য-ক্যাটরিনা রোম্যান্স। ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে এই জুটির প্রথম ছবি ‘ফিতুর’। কিন্তু বড় পর্দায় মুখ দেখানোর আগেই ছোট পর্দায় আমের-প্রেমের রসায়ন নিয়ে হাজির আদিত্য-ক্যাটরিনা। নরম পানীয় স্লাইসের নতুন বিঞ্জাপনে দেখা যাবে পরিচালক অভিষেক কাপুরের এই নতুন জুটিকে।

কিন্তু আদিত্য-ক্যাটরিনা মজেছেন দিল্লির জনপথ মার্কেটে শপিং-এ।
০৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে