রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১৫:৫৬

‘মার্ভেল’-এর ‘সুপার গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া

‘মার্ভেল’-এর ‘সুপার গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : না, কোথায় গিয়ে ঠিক শেষ করবেন সেটা এখনই বলা যাচ্ছে না। হলিউডের ফিল্ম ‘বে ওয়াচ’-এ অভিনয় করছেন তিনি। কিছুদিন আগেই কানে এসেছে এই খবর। এখন শোনা যাচ্ছে, অনলাইন গেম ‘মার্ভেল’-এর একটি সুপারহিরোর (বলা ভাল সুপার গার্ল) চরিত্রে ভয়েস দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

অনেকেই মনে করছেন তার সুপার গার্ল হওয়ার পর হয়ত হলিউডের জনপ্রিয় সুপারহিরো ‘আয়রন ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়রের নজরে চলে আসতে পারেন প্রিয়াঙ্কা। আর যদি তাই হয় তাহলে ‘আয়রন ম্যান’ বা ‘অ্যাভেঞ্জার্স’-এর পরবর্তী ছবিতে হয়তো সুযোগ হয়েও যেতে পারে মিস মার্ভেলের!

বলিউডের বাইরে এখন প্রিয়াঙ্কা হলিউডেও অনেকেরই নজর কেড়েছেন। কোয়ান্টিকোর জন্য সম্প্রতি তিনি হলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতেন। প্রথম ভারতীয় হিসেবেই নয়, প্রথম সাউথ এশিয়ান অভিনেত্রী হিসেবে এই অ্যাওয়ার্ড জেতেন তিনি। তারপর আসে 'বে ওয়াচ’ ছবিতে অভিনয়ের সুযোগ। আর এখন আবার ভাল সুপার গার্ল চরিত্রে ভয়েস। সব মিলিয়ে খুব খুশি পিগি।

সম্প্রতি ইনস্টাগ্রামে এবং ট্যুইটারে নিজেই তার মিস ওয়ার্ল্ড থেকে মিস মার্ভেল হয়ে ওঠার কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে