বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই সম্পর্ক বিচ্ছেদ হয়েছে প্রেমিক রণবীর কাপুরের সাথে। তার পর আবার ফিরে গিয়েছে পুরনো প্রেমিক সালমান খানের নিকট এমন গুজও রটেছে। আবার শোনা যাচ্ছে ক্যাটরিনার মা নাকি রণবীরের মায়ের সাথে তাদের প্রেম বিষয়ক কথা বলতে গিয়েছেন! দেখা যাক এর কি সমাধান হয়। তবে ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনিত ছবি ‘ফিতুর’। এই ছবির প্রচারণায় বর্তমানে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে এই অবেদনময়ী অভিনেত্রী।
‘ফিতুর’ ছবির প্রচারে বর্তমানে তিনি রয়েছেন দিল্লীতে। সেখানে ঐতিহাসিক ‘সেলিম চিশতির দরগা শরীফ’ নামে একটি মাজার রয়েছে। আর এই মাজারে গিয়ে জিয়ারত করলেন বলিউডের সুপার গার্ল ক্যাটরিনা কাইফ! এই মাজারটি মোঘল সাম্রাজ্যের সময় ফতেহপুরের সিক্রিতে গড়ে উঠে মহান মুসলিম সাধক সেলিম চিশতির।
তবে মাজারটি মুসলমানদের জন্য হলেও পরবর্তী সময়ে সব ধর্মের মানুষ সেই মাজারে গিয়ে নিজের মনবাসনা ব্যক্ত করেন। আর আজ সেই মহান সুফি সাধকের মাজার জিয়ারত করেতে গিয়েছেন বলিউড রানী ক্যাটরিনা কাইফ! তার আসন্ন মুক্তিপ্রতীক্ষত ছবি ‘ফিতুর’-এর সাফল্য কামনা করেই এই মাজারে দোয়া করেন তিনি!
তবে এটাই সেলিম চিশতির মাজার শরীফে ক্যাটরিনার প্রথম যাওয়া নয়। এর আগেও অন্তত বহুবার সেখানে গিয়ে এই মাজার জিয়ারত করে।
উল্লেখ্য, আগামি ফেব্রুয়ারির ১২ তারিখে ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কাপুর অভিনিত প্রথম ছবি ‘ফিতুর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই