বিনোদন ডেস্ক : একই ইস্যুতে কথা বলেছিলেন বলিউড সুপারস্টার আমির খান এবং শাহরুখ খান। তবে এবার সেই গিটারেই যেন একেবারে উল্টো সুর তুললেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি বললেন, ভারত খুবই সহনশীল দেশ। তিনি পুরো জীবন এ দেশেই কাটাতে চান।
সম্প্রতি আমির, শাহরুখরা দেশে অসহনশীলতা ক্রমবর্ধমান বলে অভিমত জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাল্টা মুখ খুলেছেন অনুপম খের, মধুর ভান্ডারকররা। এই প্রেক্ষাপটে আগামী ছবি ‘ফিতুর’-এর প্রচারে আসা ক্যাটরিনা একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘অসহিষ্ণুতা বিতর্ক সম্পর্কে আমি পুরোপুরি অবহিত নই। কিন্তু আমি মনে করি, ভারত খুবই সহনশীল দেশ। একটি বিশেষ জায়গা’।
তিনি এও বলেছেন, ‘ভারতে প্রথম যখন এলাম, তখনই অনুভব করেছি, যেন নিজের বাড়িতে এসেছি। এ দেশে যে উষ্ণ অভ্যর্থনা পাই, তা আর কোথাও মেলে না। সারা জীবন থাকতে চাই এখানে’।
এদিন ‘ব্যাং ব্যাং’ তারকার মুখে শোনা গিয়েছে সাবেক প্রেমিক সালমান খানের কথাও। ঘটনা হল, ক্যাটরিনাকে বলিউড ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন সুপারস্টার সালমানই। আর তাই সালমান খানের বিষয়ে অনেক প্রশংসাও করছেন তিনি।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই