বিনোদন ডেস্ক : বাহুবলী-টু কি ঠিক সময়ে মুক্তি পাবে? শ্যুটিংয়ের কাজ ঠিকঠাক এগোচ্ছে না বলে অনেক গুজবই রটেছিল। এবার সেই গুজব উড়িয়ে দিলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি।
বাহুবলী সিনেমাটি সুপার-ডুপার হিট করার পর স্বাভাবিকভাবেই উৎসাহ তৈরি হয়েছে সেই ছবির সিকোয়েল নিয়ে তৈরি হোক আরেকটি ছবি। মানে এই ছবির সিকোয়েল নিয়ে কবে আসবে বাহুবলী-টু। কিন্তু পরিচালকেরই একটা মন্তব্যে গুজব ছড়ায়, ঠিক সময়ে মুক্তি পাবে না বহু প্রতিক্ষিত এই ছবি।
কেরালায় ছবিটির শ্যুটিং চলার সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘এখনই বলা সম্ভব নয় কবে নাগাদ এই ছবি মুক্তি পাবে। তবে আমরা আশা করছি এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের একেবারে শুরুর দিকেই মুক্তি পেতে পারে আপনাদের আবেদনের এই ছবিটি।’
এর পরেই শুরু হয় জল্পনা, তবে কি ঠিকঠাক কাজ এগোচ্ছে না। বাহুবলী-টু নিয়ে কি চিন্তায় আছেন পরিচালক রাজামৌলি! কিন্তু এবার সব জল্পনা উড়িয়ে দিলেন তিনি। জানালেন, ‘আমাদের কাজ ঠিক পথেই এগোচ্ছে। এমনকি দ্বিতীয় পর্যায়ের কাজ পরিকল্পনা মতো সময়ের আগেই শেষ হয়েছে। সব কিছুই একেবারে পরিকল্পনামাফিক চলছে।’
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই