বিনোদন ডেস্ক : সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? ২০০৬ সালের কথা বললে মনে হয় এই তো সেদিন এক সাথে কত কিছুই না করেছি। কিন্তু ভেবে দেখুন একবার এখন ২০১৬ সাল। অর্থাৎ দেখতে দেখতে ১০ টা বছর কেটে গিয়েছে। একটা দশক পেরিয়ে গিয়েছে।
বিশেষ করে ভেবে দেখুন বলিউড সিনেমার কথা। রাজ ও সিমরনের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখতে দেখতে ২০ বছর কাটিয়ে ২১ বছরে পা দিয়েছে। গত বছরই এই ছবির ২০ বছরের পূর্তি নিয়ে আলোচনার বিষয় থাকায় হয়তো এখন শুনে অতটা অবাক লাগছে না। কিন্তু বলিউডের কিছু ছবির তালিকা আমাদের কাছে রয়েছে যা ইতিমধ্যে ১০ বছর সম্পূর্ণ করে ফেলেছে। যে নামগুলো শুনলে আপনার নিজেকে বেশ খানিকটা বয়স্ক বলে মনে হতে পারে।
মনে হবে এই তো সেদিন এই সিনেমাগুলো দেখেছিলেন, তার কিনা ১০ বছর হয়ে গেল। তাহলে নিচের তালিকায় চোখ বুলিয়ে নিন আর ধাপে ধাপে আশ্চর্য হতে থাকুন।
ধুম-টু : বিশ্বাস হয়, ঋতিকের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের সেই অনস্ক্রিন ধুঁয়াধার কি কেমিস্ট! এই কথা মনে হলে বলবেন কিসের ১০ বছর কেটে গিয়েছে। এইতো সেদিন দেখেছি এ ছবি।
ডন : বিশ্বাসই হচ্ছেনা তাইতো? আগে হ্যাঁ, এমনকি শাহরুখ খানের ডন ছবিটি মুক্তি পেয়েছেও ১০ বছর হয়ে গিয়েছে।
ফনা : ১০ বছর হয়ে গিয়েছে, কুণাল কোহলি কোনো হিট ছবি উপহার দিয়েছেন।
কভি আলভিদা না কহনা : মনে হয় না, এই তো সেদিন সিনেমাটা দেখেছিলাম। কিন্তু সেই সেদিনটা ১০ বছর আগে ছিল।
কৃষ : দেশি সুপারহিরোও হৃত্বিক রোশন পর্দায় এসেছে ১০ বছর কেটে গিয়েছে।
লাগে রহো মুন্নাভাই : এটা একেবারেই মানা যায় না। মুন্নাভাই এমবিবিএসও নয়, লগে রহো মুন্নাভাইয়ের ১০ বছর হয়ে গিয়েছে। ১০ বছর আমরা মুন্নাভাইয়ের নয়া কেরামতি দেখিনি!
রঙ্গ দে বসন্তী : রঙ্গ দে বসন্তী ১০ বছর! আমার বয়স কত হল!
বিবাহ : বিবাহ ছবিটা সেদিন দেখেছি মনে হয় না। কিন্তু তা বলে ১০ বছর হয়ে গেলে বলেও তো ভাবিনি কখনো।
ওমকারা : ল্যাংড়া ত্যাগির ১০ বছর কেটে গিয়েছে।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই