রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৮:১৩

সিনেমায় নয়, বাস্তবেই যে মেয়েটি বরুণের দুচিন্তার কারণ!

সিনেমায় নয়, বাস্তবেই যে মেয়েটি বরুণের দুচিন্তার কারণ!

বিনোদন ডেস্ক : একটি মেয়ে। তার নামও জানেন না বরুণ ধবন। কিন্তু সেই তরুণীই এখন বরুণ ধবনের মাথাব্যথার বড় কারণ। কী করেছেন সেই তরুণী? কেনই বা বরুণ এমন দুশ্চিন্তায়?

বলিউডের নতুনদের মধ্যে বরুণ ধবন অন্যতম। হতে পারে তিনি এই মুহূর্তে বলিউডের সবথেকে সাড়া জাগানো সুপারস্টার। হতে পারে বলিউডের হার্টথ্রব তিনি। হতে পারে তাকে নিয়ে কোনো গসিপ ছাপানো হলে খবরের কাগজ বিক্রি হয় গরম কেকের মতো। কিন্তু এহেন লাইমলাইটে থেকেও বরুণ ধবন যে তার চিন্তাশীল দিকটি হারিয়ে ফেলেননি, তারই প্রমাণ পাওয়া গেলো।

সম্প্রতি একটি কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন বরুণ। এই কথা সবারই জানা, তিনি সেখানে গেলে তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যাবে মেয়েদের মধ্যে, এটাই স্বাভাবিক। আর ঠিক তেমনটিই হয়েছিল। কলেজছাত্রীদের আবদারে বরুণের তখন হাঁসফাঁস অবস্থা।

তার মধ্যেই খেয়াল করেন, এক ছাত্রী ছবি তুলছেন বটে, কিন্তু সামনে সুপারস্টার দেখেও তার কোনো কর্ণপাত নেই। বরুণ ধবনের ধারে কাছেও ঘেঁষছেন না সেই মেয়েটি। বরুণই তখন ডেকে নেন তাকে এবং তার সাথে ছবি তোলেন। কিন্তু তাতেও দেখা যায়, ওই তরুণী কোনোক্রমে নিজেকে বরুণের পিছনে আড়াল করেছেন।

এর পরেই বরুণের মনে হয়, কেন ওই ছাত্রী এমন করলেন? জানতে পারেন, বরুণের সঙ্গে ছবি তোলার আত্মবিশ্বাসই জোগাড় করতে পারেননি ছাত্রীটি। এর পরেই বরুণ সবার কাছে আবেদন করেন, ‘এভাবে নিজেকে লুকিয়ে রাখবেন না। আপনারা যা, যে পোশাকে স্বচ্ছন্দ, যেমনই দেখতে অনেক সুন্দর, আত্মবিশ্বাসটা হারাবেন না। এটাই সকলের পুঁজি।’
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে