বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ দেখিয়ে পুরস্কার ফেরানো অর্থহীন মনে হয়েছিল অভিনেতা কমল হাসানের। সেই হাসানই এবার বাকস্বাধীনতার দাবিতে সরব হলেন। এই প্রসঙ্গে একহাত নিলেন গণতন্ত্রকেও।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ভারত সম্মেলনে বললেন, ‘গণতন্ত্র মানেই বাকস্বাধীনতা, এরকম ভাবার কোনও কারণ নেই। ভারতেও পরিস্থিতিটা একই। মনে রাখা দরকার, গণতান্ত্রিকভাবেই ক্ষমতায় এসেছিলেন অ্যাডল্ফ হিটলার। ভারতেও নির্বাচনে জয়ী সরকারই জরুরি অবস্থা ঘোষণা করেছিল।’
তবে জানিয়ে দিলেন, ভারতের গণতন্ত্রের সমালোচনা করছেন না। বরং ভারতের গণতন্ত্র নিয়ে তিনি গর্বিত। ভারত–সহ গোটা দুনিয়াতেই নিত্যনতুন পরিবর্তন ঘটছে। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অফ ইন্ডিয়া–এর কাজকর্মে কী কী পরিবর্তন আনা প্রয়োজন, তা সুপারিশ করার জন্য কমিটি গঠন করেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। সেই কমিটিতে রয়েছেন কমল হাসানও।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস