সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৮:৩৮

হুমার উপর কেন ক্ষেপেছেন সালমান?

হুমার উপর কেন ক্ষেপেছেন সালমান?

বিনোদন ডেস্ক : ভাই সোহেল খানের সংসার ভাঙনের মুখে অভিনেত্রী হুমা কুরেশিকে কেন্দ্র করে। আর তাই কি সালমান খান ক্ষুব্ধ এই অভিনেত্রীর উপর? শোনা যাচ্ছে, হুমার উপর নাকি বেজায় চটেছেন এই অভিনেতা।

এক সূত্রের দাবী, সালমান খানের ৫০ তম জন্মদিনে অভিনেত্রী হুমা কুরেশি এসেছিলেন সালমান খানের জন্মদিনের পার্টিতে। আর সেই পার্টি থেকেই সোহেল খানের সংসারে ভাঙনের সুর বেজে উঠে। যা ইতিমধ্যে গণমাধ্যমে ঘুরে ফিরে শিরোনাম হচ্ছে। যা নিয়ে প্রচণ্ড রকম বিরক্ত সালমান খান।

একটি সূত্র জানায়, ভাই সোহেল খান এবং তাঁর স্ত্রী সীমার সম্পর্কের ভাঙনে হুমারই হাত রয়েছে। এই কারণেই হুমার উপর বিরক্ত সলমন। একজন বহিরাগতের জন্য পরিবারে ভাঙন ধরবে, তা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

এদিকে, এ ঘটনার পর সোহেল খানের ক্রিকেট টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে হুমাকে বাদ দেয়া হয়েছে বলে খবও পাওয়া গেছে। তারপরও যেন তার সংসারে বিচ্ছেদের ঘনঘটা।
8 ফেব্রুয়ারি, 2016/এমটিনিউজ24/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে