বিনোদন ডেস্ক : বলিউড হায়দার শহিদ কাপুর হঠাৎ করে জাপানি ভাষা শেখায় এতটা ব্যস্ত হয়ে পড়লেন কেন! তিনি কি তবে জাপানে স্থায়ি হওয়ার কোন পরিকল্পনা করছেন?
না। ঠিক তা না। তিনি জাপানি ভাষা শেখার চেষ্টা করছেন তার পরবর্তী ছবি রেঙ্গুন-এর জন্য। শুধু কি তাই? পাশাপাশি তিনি এ ছবির জন্য জাপানি খাবারও খেতে শুরু করেছেন।
জানা গেছে, রেঙ্গুন ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কে তুলে ধরা হয়েছে। তাই প্রাসঙ্গিকভাবেই এসে পড়েছে জাপানি ভাষা। কিছুদিন আগেই নার্গিস ফাখরি ছবির প্রয়োজনে মরাঠি ভাষা শিখে নিয়েছেন। আর এবার শাহিদ মজেছেন জাপানিতে। তাই তো যখন তখন তিনি জাপানি ভাষাই আউড়াচ্ছেন।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন