সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৯:৩২

সাইমনের মন পুড়িয়ে পরীমনির মন জিতে নিল লাভার নাম্বার ওয়ান বাপ্পী

সাইমনের মন পুড়িয়ে পরীমনির মন জিতে নিল লাভার নাম্বার ওয়ান বাপ্পী

বিনোদন ডেস্ক : একদিকে সাইমন অন্যদিকে বাপ্পী চৌধুরী, দুইজনের সাথেই জুটি বেঁধে কাজ কারছেন ঢাকাই ছবির গ্লামার গার্ল পরীমনি। তবে প্রশ্ন উঠেছে, এই দুই নায়কের মধ্যে পরীমনি কার সাথে বেশি হিট?

এদিকে গত অগস্টে মুক্তি পায় লাভার নম্বর ওয়ান। নতুন পরিচালক ফারুক ওমরের পরিচালনায় এই ছবিতে জুটি বেঁধেছেন বাপ্পি-পরী। অন্য দিকে, অপূর্ব রানার ‘পুড়ে যাক মন’ ছবিতে দেখা যায় সাইমনের পাশে দেখা যায় পরীকে।

দর্শকদের পছন্দের জুটি হলেও বক্স অফিস মাতাতে পারেন নি সাইমন-পরী জুটি। দেখা যায়, বক্স অফিসে প্রথম দিনের ব্যবসার নিরিখে ‘পুড়ে যাক মন’ ছবিটিকে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে বাপ্পির ‘লাভার নম্বর ওয়ান’। প্রেমিক সাইমনকে পর্দায় হারিয়ে দেন ‘লাভার’ বাপ্পি। সাইমনের ‘মন’-কে পুড়িয়ে দিয়ে পরীর মন জিতে নিয়েছেন এক নম্বর ‘লাভার’ বাপ্পি। কেন না সূত্রের খবর, ইদানিং বাপ্পির সঙ্গে জুটি বাঁধতেই বেশি আগ্রহী পরী। বর্তমানে ‘আপন মানুষ’ ছবিতে কাজ করছেন বাপ্পি-পরী।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে