বিনোদন ডেস্ক : অবশেষে ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সম্পর্কটা ভেঙেই গেলো! এমন গুঞ্জন এখন পুরো বলিউডজুড়ে। সম্প্রতি আনুশকা কোহলির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় এ গঞ্জনটা আরও জোরালো হয়েছে।
এদিকে অনেকদিন ধরেই ওই দুই ভুবনের ওই দুই তারকার প্রেমের সম্পর্ক ভাঙ্গনের জোরালো গুজব প্রকাশ হচ্ছিল ভারতের প্রথমসারির গণমাধ্যম গুলোতে। তবে এবার বলিউড লাইফ নিশ্চিত ভাবেই জানিয়েছেন তাদের বিচ্ছেদের খবরটি।
বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুজনে এখনো কোন সরাসরি বক্তব্য না দিলেও সম্প্রতি নিজের টুইটারে ব্রেকআপ নিয়ে ছবি পোষ্ট দিয়েছিলেন বিরাট কোহলি। যদিও কিছুক্ষণ পর সেটি আবার একাউন্ট থেকে সরিয়ে নেন তিনি।
এছাড়া সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এ দুই তারকার ঘনিষ্ঠজনরা তাদের ব্রেকাআপের খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছে বিয়ে নিয়ে দ্বিমত পোষণের কারণে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্তও নাকি পাকাপাকিভাবে নিয়ে ফেলেছেন।
প্রায় দেড় বছর ধরে আনুশকা বিরাট পরস্পরে জালে আঁটকে ছিলো। এ নিয়েও কম কানাঘুষা হয়নি বলিউড পাড়ায়। কিছুদিন আগেও দুজন একসঙ্গে একছাদের নিচে ছিলেন তবে সেটা আর দীর্ঘস্থায়ী হলো না। সমালোচকরা বলছেন, ব্রেকআপের পর দুজনেই ব্যক্তিগত ক্যারিয়ারে মনযোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন