সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৪:০৩

ফেসবুক প্রসঙ্গে যা বললেন শাবনূর

ফেসবুক প্রসঙ্গে যা বললেন শাবনূর

বিনোদন ডেস্ক : ফেসবুক উপকারের চেয়ে মানুষের অপকারই হয় বেশি, এমনটাই মনে করেন ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়িকা শাবনূর। আর এর কারণে তিনি ফেসবুকে কোন একাউন্ট খুলেন নি।

এদিকে বর্তমান সময়ে নায়ক-নায়িকার নিজেদের নামে ফেসবুক একাউন্ট খুলে নিজেদের কাজের আপডেটগুলো দিয়ে থাকেন। এছাড়া ভক্ত অনুরাগিদের সাথে নিয়মিত যোগাযোগটা রক্ষা করা হয়ে থাকে। কিন্তু এর ধারে কাছেও ঘেঁষতে চান না শাবনূর। বরং তিনি জানিয়েছেন, ফেসবুক থেকে দূরে থাকায় বেশ আনন্দে আছেন।

এদিকে, শাবনূরের নিজের কোন ফেসবুক একাউন্ট না থাকলেও তার নামে কিন্তু একাধিক অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় শাবনূরের নামে বিভিন্ন পোস্ট আপলোড করা হয়। আর এ বিষয়টি নিয়ে বেশ বিরক্ত তিনি।

শাবনূর বলেন, 'ফেসবুকে যুক্ত না হয়ে আমি বেশ শান্তিতেই আছি। অনেককে বলতে শুনি, ফেসবুকের মাধ্যমে নাকি সবার সঙ্গে যোগাযোগের বাড়তি সুবিধা থাকে। সত্যি কথা বলতে, আমি কিন্তু ফেসবুক ব্যবহারের সুবিধা খুব একটা দেখতে পাই না। আমার মনে হয়, উপকারের চেয়ে মানুষের অপকারই হয় বেশি। সবচেয়ে বড় ক্ষতি করে সময়ের।'

শাবনূর বলেন, 'দেখা যায়, পরিবারের সদস্যরা একই ঘরে থেকেও সবাই যার যার মতো মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন। তাদের মধ্যে কথাবার্তা, ভাববিনিময় খুব একটা হয় না।'

তিনি এ-ও বলেন, 'আমি এমনও দেখেছি যে একই বাসায় আছে, অথচ এক রুম থেকে আরেক রুমে ফেসবুকে মেসেজ দিয়ে ডাকাডাকি করে! ক্ষেত্রবিশেষ দূরের মানুষ কাছে আসে ঠিকই, কিন্তু কাছের সব মানুষ ক্রমেই দূর থেকে দূরে সরে যায়; যা সত্যিই খুব দুঃখজনক।'
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে