বিনোদন ডেস্ক : সম্প্রতি আমির খান বলেছিলেন তিনি সানি লিওনের সাথে অভিনয় করতে চান। সানি লিওনেরও ভীষণ পছন্দ আমির খানের। আর তাই সানিও জানিয়েছেন, আমির খান চাইলেই তিনি যে কোন ছবিতে রাজি হয়ে যাবেন।
এদিকে এখন অপেক্ষা কবে দেখা যাকে এ দুই তারকাকে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। তবে সে অপেক্ষা হয় তো বেশি দীর্ঘ হবে না। কেন না, এখনই এই দুই তারকার মধ্যে নিমন্ত্রন আদান প্রদান শুরু হয়ে গিয়েছে।
এদিকে আমির খান বর্তমানে দিল্লিতে তার নতুন ছবি দঙ্গল’এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর সেই শুটিং সেটে গিয়েই গঠাত করে হাজির হলেন সানি লিওন। সানিকে শুটিং সেটে দেখে সকলেই অবাক! কি কারণ সানির এমন আগমনের?
সানির এমন হঠাৎ উপস্থিতিতে জানা গেছে আমির খান নাকি সানি লিওনকে আমন্ত্রন জানিয়েছেন এক সাথে দুপুরের খাবার খাবেন বলে। আর তাই সানি ছুটে চলে আসছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে। শুধু তাই নয়, বিকেল পর্যন্ত নাকি তারা এক সাথে আড্ডাও দিয়েছেন।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন