বিনোদন ডেস্ক : হঠাৎ করেই আনুশকা শর্মা নাকি সালমান খানের গালে চড় বসিয়ে দিয়েছেন! এ ঘটনাটি ‘সুলতান’ ছবির শুটিং সেটে। এমন দৃশ্য দেখলেন ছবির পরিচালক সহ অন্যরা! কিন্তু কেউ কিছুই বললেন না। বরং ছবির পরিচালক আব্বাস জাফর নাকি খুব খুশি হয়েই সেই চড় মারার দৃশ্যটি ক্যামেরা বন্দী করেন!
পাঠক ভাবছেন কি এমন ঘটেছে যে সালমান খানকে আনুশকা চড় দিলেন! না। ঘটনা তেমন কিছুই নয়। আনুশকা সালমানকে চড় দিয়েছেন সিনেমার স্বার্থে। গল্পে এমন দৃশ্য ছিল। আর সেটাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে করেছেন আনুশকা।
‘সুলতান’ ছবিতে আনুশকা ও সালমান খান, দুজনেই কুস্তিবিদের ভূমিকায় অভিনয় করছেন। সেখানে মারামারির সিকোয়েন্স শুট করতে গিয়েই নায়িকার হাতে চড় খেতে হয় সালমানকে।
ছবিতে নাকি সালমান-আনুশকার মুখোমুখি সংঘাতের একটা দৃশ্য থাকবে। সেটাও কুস্তির রিংয়ের মধ্যে। সেটিরই শুটিং চলছিল। শোনা গেছে, কুস্তিবিদের ভূমিকায় অভিনয় করতে আনুশকাকে বেশ পরিশ্রম করতে হচ্ছে।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন