সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৭:৩০

ঢাকায় আসার ভিসা এখনও পাননি কারিনা কাপুর!

ঢাকায় আসার ভিসা এখনও পাননি কারিনা কাপুর!

বিনোদন ডেস্ক : ১২ ফেব্রুয়ায়ি ঢাকায় আসবেন বলিউডের বেগম কারিনা কাপুর খান। তিনি ঢাকায় আসার অপেক্ষায় রয়েছেন। তবে ঢাকায় আসার জন্য এখনও ভিসা পায় নি বলিউডের এই বেগম।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠানে কারিনা কাপুরদের দলের একজন আজ সোমবার দুপুরে একটি দৈনিককে তার ভিসা না হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রেও জানা গেছে, এখন পর্যন্ত আয়োজকেরা ১২ তারিখের অনুষ্ঠানের ব্যাপারে তাদের কাছে অনুমতির জন্য কোনো আবেদন করেননি।

কারিনা কাপুরকে ঢাকায় আনার বিষয়টির সার্বিক তত্ত্বাবধানে আছে অন্তর শোবিজ। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী স্বপন চৌধুরী জানিয়েছেন,  ‘যেভাবেই হোক ১১ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন কারিনা কাপুর ও তার পুরো দল। কোনো অবস্থাতেই এর নড়চড় হবে না। পরদিন ঢাকার দর্শকদের সামনে তিনি নাচবেন এটা নিশ্চিত।

তিনি জানিয়েছেন, মুম্বাই থেকে চার্টার্ড বিমানে চড়ে ৫৯ জনের এই দলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত।

অন্তর শোবিজের আমন্ত্রণে ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ এই অনুষ্ঠানে বলিউডের তারকাদের পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশি নায়ক অনন্ত জলিলও। ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে