সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৮:৩৯

হিন্দিতে ‘রাজকাহিনি’ ঋতুপর্ণা নেই, থাকছেন বিদ্যা বালান!

হিন্দিতে ‘রাজকাহিনি’ ঋতুপর্ণা নেই, থাকছেন বিদ্যা বালান!

বিনোদন ডেস্ক : দেশভাগের কাহিনি নিয়ে কোলকাতায় নির্মাণ করা হয়েছে ‌‘রাজকাহিনি’। এখন প্রস্তুতি চলছে ছবিটি হিন্দিতে করার। আলোচিত এ ছবিটি বাংলায় নির্মাণ করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর এটি হিন্দিতে নির্মাণ করবেন মহেশ ভাট।

জানা গেছে, ‘রাজকাহিনি’ ছবির মুল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বেগম জান চরিত্রটি সকলের কাছেই বেশ প্রশংসিত হয়েছে। অনেকের মতে ঋতুপর্ণা অভিনয় গুণেই  ‌‘রাজকাহিনি’ প্রশংসিত হয়েছে।

এদিকে শোনা যাচ্ছে,  ‌‘রাজকাহিনি’ হিন্দিতে ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি থাকছেন না। তার স্থলে নির্মাতা বিদ্যা বালানকে নেয়ার কথা চিন্তা ভাবনা করছেন। কিন্তু এমন গুজবে অনেকেই প্রশ্ন তুলেছেন, ঋতুর অভিনয় যেহেতু এতটা প্রশংসিত হয়েছে, সেহেতু ঋতুকে সরিয়ে বিদ্যাকে নেয়া যৌক্তিকতা কতখানি?

এর আগে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত হিন্দি ছবি ‘ম্যায়, মেরি পত্নী অউর উয়ো’ বা ‘মিত্তল ভার্সাস মিত্তল’-এর মতো ছবি প্রশংসিত হয়েছে। তা সত্ত্বেও কেন ঋতুপর্ণাকে নেওয়া হল না! এ প্রশ্ন এখনও কলকাতাসহ পুরো বলিউডজুড়েই।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে