সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৯:০১

বলিউডের ৪ তারকার প্রেম শুরুর গল্প

বলিউডের ৪ তারকার প্রেম শুরুর গল্প

বিনোদন ডেস্ক : সামনে আসছে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে সকলেই নিচ্ছেন নানা প্রস্তুতি। এ দিবসটিকে সামনে রেখে কেউ তেউ তুলে ধরছেন তারকাদের জীবনের প্রেম কাহিনি। সেই ধারাবাহিকতায় আমরা তুলে ধরছি বলিউডের সেরা ৪টি জুটির চমৎকার রোমান্টিক প্রেম কাহিনি।

১। শাহরুখ ও গৌরি খান বলিউডে বেশ সফল দম্পতি হিসেবে পরিচিত। কিন্তু জানেন কি তাদের প্রেমের শুরুটা কিভাবে? শুরুটা হয় তখন, যখন শাহরুখ খানের বয়স ১৮ বছর। সেসময় তিনি গৌরিকে দেখেছিলেন এক বন্ধুর পার্টিতে। প্রথমে গৌরী পাত্তা না দিলেও পরে দু’জনের মধ্যে বেশ ভাব হয়ে যায়। কিন্তু শাহরুখ ছিলেন প্রচণ্ড পজেসিভ। বিরক্ত হয়ে গৌরী শাহরুখকে কিছু না বলে একবার বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে যান মুম্বাই। জানতে পেরে শাহরুখ তন্ন তন্ন করে খোঁজেন গৌরীকে মুম্বাই এসে। শেষমেশ সমুদ্রসৈকতে দেখা হয় দু’জনের আর সেই তখন থেকেই সারাজীবনের জন্য একসঙ্গে থাকার অঙ্গীকার করেন এ জুটি। এখন পর্যন্ত তারা এক সাথেই আছেন। এবং সুখী এ দম্পতির সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

২। হৃত্বিক রোশন ও সুজানা খান। যদিও তারা বর্তমানে এক সঙ্গে এখন আর থাকছেন না। কিন্তু তাদের প্রেমের শুরুটা ছিল এক্কেবারে ঝাক্কাস। সুজানাকে হৃত্বিক প্রথম দেখেছিলেন একটি ট্রাফিক সিগন্যালে। আক্ষরিক অর্থেই ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। এরপর থেকেই শুরু করলেন ডেট করা। তার এক বছর পরে ভ্যালেন্টাইন্‌স ডে-তে জুহু বিচে সুজানাকে প্রোপোজ করেছিলেন বলিউডের কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন।  

৩। অমিতাভ বচ্চন তখন জয়া ভাদুড়ির সঙ্গে সদ্য ডেটিং করছেন। কথা দিয়েছিলেন যে ‘জিঞ্জির’ যদি বক্স অফিসে সাফল্য পায় তবে জয়াকে নিয়ে বিদেশে বেড়াতে যাবেন। ছবি হল সুপারহিট কিন্তু বেঁকে বসলেন অমিতাভের বাবা। বিয়ে না করে কিছুতেই তিনি যেতে দেবেন না দু’জনকে। তাই তড়িঘড়ি হল বাগদান আর একদিনের মধ্যেই বিয়েটা সেরে ফেললেন দু’জনে।

৪। বলিউডের নবাব সাইফ আলী খান আর বেগম কারিনা কাপুর খান কিন্তু এখন বেশ সুখী দম্পতি। তবে জানেন কি কারিনাকে কিভাবে প্রপোজ করেছিলেন সাইফ আলী খান? সাইফ আলী নাকি একেবারেই নো-ননসেন্স কায়দায় প্রোপোজ করেছিলেন কারিনাকে। বেশ কিছুদিন ডেট করার পর একদিন সাইফ কারিনাকে বলেন, ‘দেখো, আমার আর ২৫ বছর বয়স নেই আর আমি রোজ রোজ তোমাকে বাড়িতে ড্রপ করতে পারব না।’ এর পরই শুরু হয় তাদের দ্বিতীয় ইনিংস।      
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে