সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০০:৩৬

লন্ডনে চলন্ত বাসে বিস্ফোরণ, নেপথ্যে জ্যাকি চ্যান!

লন্ডনে চলন্ত বাসে বিস্ফোরণ, নেপথ্যে জ্যাকি চ্যান!

বিনোদন ডেস্ক : রোববার লন্ডনে একটি চলন্ত বাসে বিস্ফোরণ ঘটে। যার ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে। অনেকের ধারণা এটি কোন জঙ্গী সংগঠন এমনটি ঘটিয়েছে। তবে কোন ক্লু খুঁজে বের করা যায় নি।

এদিকে নতুন করে খবর বের হয়েছে, সেই ভয়াবহ বিস্ফোরণের মুল হোতা জ্যাকি চ্যান! হ্যাঁ, ওই বিস্ফোরণের মূল অভিযুক্ত দুনিয়া কাঁপানো এই অভিনেতাই। পুলিশও সে কথা বলছে। তবে তাকে এখনও গ্রেফতার করা হয়নি।

চলন্ত বাসে বিস্ফোরণ ঘটালেও, এখনও দিব্যি পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা জ্যাকি চ্যান। শোনা যাচ্ছে, এই বিস্ফোরণ ঘটানো নাকি হয়েছিল পুলিশকে জানিয়েই।

ভাবছে তাহলে কি জ্যাকি চ্যান কোন জঙ্গী সংগঠনের সাথে যুক্ত হলেন? না। তা নয়। ঘটনা ভিন্ন। ছবির মানুষ। তাই বিস্ফোরণও তিনি ঘটিয়েছেন ছবির জন্যই।

সূত্র জানিয়েছে, একটি ছবির শ্যুটিং হচ্ছে লন্ডনে। তাতে রয়েছেন জ্যাকি চ্যান। ছবিতে জ্যাকি ছা়ড়াও দেখা যাবে পিয়ার্স ব্রসনান, চার্লি মার্ফি এবং স্টিফেন হোগানকে। সেই শ্যুটিংয়ের অংশ হিসেবেই একটি বাসে বিস্ফোরণ ঘটানো হয়।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে