সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৭:১৩

শাহরুখ খানের শুটিং বন্ধের দাবীতে সড়ক অবরোধ গুজরাটে

শাহরুখ খানের শুটিং বন্ধের দাবীতে সড়ক অবরোধ গুজরাটে

বিনোদন ডেস্ক : গুজরাটের ভূজ শহরে চলছে শাহরুখ খানের নতুন ছবি ‘রইস’এর শুটিং। এ শুটিং বন্ধের দাবীতে ইতিমধ্যে হিন্দু পরিষদ বিক্ষোভ করেছে। এ ঘটনায় সংগঠনটির ৩৪ জন কর্মীকে আটক করে পুলিশ।

এদিকে আটকৃতরা ছাড়া পেয়ে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করা চেষ্টা করেছে। তারা এখানে শাহরুখ খানকে শুটিং বন্ধ করে চলে যাওয়ার পক্ষে দা্বী তুলেছে।

গুজরাট পুলিশ বলছেন, গুজরাট পুলিশ অ্যাক্টের ৬৮ ধারায় বিশ্ব হিন্দু পরিষদের ৩৪ জন কর্মীকে আটক করা হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মীরা মূলত ‘ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা’ নিয়ে শাহরুখ খানের মন্তব্যের প্রতিবাদ হিসেবে শাহরুখ খানের ‘রাইস’ ছবিটির শুটিং পণ্ড করতে চেয়েছিল।

যা-হোক, ছাড়া পাওয়ার পর দলটির কর্মীরা আবারও সড়কে অবরোধ তৈরি করার চেষ্টা করে। শাহরুখের ছবির শুটিং যেখানে চলছিল, সেই কুচ জেলার পোলারিয়ার সঙ্গে ভুজ শহরের সংযোগ সড়কটি অবরোধের জন্য জড়ো হয়েছিল তারা।

যদিও পোলারিয়ায় শাহরুখ খানের নতুন ছবির শুটিং বেশ নির্বিঘ্নেই চলেছে। ভুজ শহর থেকে ৬০ কিলোমিটার দূরে শুটিং করছিলেন শাহরুখ খান।

ছবির শুটিংয়ের কাজে এই শহরে প্রায় সপ্তাহ খানেক আগে এসেছেন কিং খান। আর গুজরাটে পা রাখার পর থেকেই বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা নানাভাবে শাহরুখ খানকে ঠেকানো ও তাঁকে এখানে শুটিং করতে না দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলটির কর্মীরা ভুজের ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসের সামনেও প্রতিবাদ সমাবেশ করে।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে