বিনোদন ডেস্ক : রণবীরের সাথে বিচ্ছেদ হয়ে গেছে ক্যাটরিনা কাইফের। এখন তিনি একাই থাকছেন। তাতে কি? রোজ ডে'তে কি তিনি গোলাপ পাবেন না? হ্যাঁ পেয়েছেন গোলাপ। তবে একটি বা দুটি নয়। তিনি এক ট্রাক ভর্তি গোলাপ পেয়েছেন এবারের ‘রোজ ডে’তে।
বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত আছেন তার আসন্ন ছবি ‘ফিতুর’ এর প্রচার নিয়ে। তিনি এখন তার সহশিল্পী আদিত্য রায় কাপুরের সাথে ছবির প্রচারণায় জয়পুর আছেন। আর সেখানেই ক্যাটরিনাকে এক ট্রাক ভর্তি গোলাপ উপহার দিয়ে চমকে দেন আদিত্য।
সেই ট্রাকে কতগুলো গোলাপ ছিল, জানেন কি? জানা গেছে, সেই ট্রাকে ১ লাখ গোলাপ ছিল।
সূত্র জানায়, দুদিন আগে পরিকল্পনাটি এসেছে আদিত্যর মাথা থেকে। সঙ্গে সঙ্গেই তিনি সবকিছুর ব্যবস্থা করে ফেলেন। এরপর জয়পুরে পিঙ্ক সিটির জয় মহলের সামনে ক্যাটরিনাকে ট্রাক ভর্তি গোলাপ দিয়ে দিয়ে চমকে দেন তিনি।
এদিকে সহ-অভিনেতার এমন চমকে ভীষণ খুশি ক্যাটরিনা। সবকিছুর জন্য আদিত্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন