বিনোদন ডেস্ক : বলিডে এতগুলো সিনেমাতে অভিনয়ের পরও সানি লিওনের অতীত জীন নিয়ে আনেক আলোচনা এখনো চলছে। কিছুদিন আগে যখন এই আলোচনা তুমল রূপ ধারণ করে ঠিক তখনি সানির সাথে অভিনয়ের প্রস্তাব দেন বলিউডের তিন খানের এক খান আমির। আর এই প্রস্তাব পেয়ে সানি অনেক আনন্দিত হয়ে পড়েন। সানির সেই আনন্দকে আরেকটু বাড়ি দিয়ে আজ এই বিতর্কিত অভিনেত্রীকে মধ্যাহৃভোজের আমন্ত্রণ জানালেন বলিউড সুপারস্টার আমির খান।
সানি লিয়নের সাক্ষাত্কার, তাতে আমির প্রসঙ্গের উত্থাপন, আমির তার সঙ্গে হয়তো স্ক্রিন শেয়ার করবেন না বলে সানির আক্ষেপ, তারপরই সানির প্রশংসা করে তার সঙ্গে অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করেন আমির খান। এ পর্যন্ত হওয়া ঘটনাপ্রবাহে স্বাভাবিকভাবে জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এবার সাবেক এই বিতর্কিত অভিনেত্রীর সঙ্গে সিলভার স্ক্রিনে আগুন জ্বালতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান? এবার সেই জল্পনাই উস্কে দিলেন স্বয়ং দঙ্গল স্টার।
দঙ্গলের শ্যুটিং-এ গত ১০ দিন ধরে দিল্লিতে রয়েছেন আমির। তিনি যখন জানতে পারেন সানিও প্রচারের কাজে দিল্লিতে, তখন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে মধ্যাহ্নভোজে যোগ দিতে হোটেলে আমন্ত্রণ জানান মিস্টার পারফেকশনিস্ট। সূত্রে জানা যায়, নান-সব্জির পাশাপাশি জমজমাট গল্পে জমে ওঠে লাঞ্চ। ফিল্ম সংক্রান্ত গল্পগুজবের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে ব্যাপক সহযোগিতা পাওয়ার গল্পও শেয়ার করেন সানি। তার আর আমিরের একসঙ্গে কাজ করার বিষয়ে কোনো কথা হয়েছে কি না জিজ্ঞাসা করা হলে সূত্রে আরো জানা যায়, 'হ্যাঁ, দুজনের একসঙ্গে ফিল্ম করার বিষয়েও কথা হয়েছে, তবে একটা ভালো স্ক্রিপ্ট পেলে তবেই তা সম্ভব। আমিরের সঙ্গে এমন একটা সময় কাটাতে পেরে সানি আপ্লুত।'
সূত্রে এও জানা যায়, 'গল্প চলে বিকেলের চা পান পর্যন্ত। এরপর আমির পরের দিন শ্যুটিং সেটেও আমন্ত্রণ জানান সানি এবং তার স্বামী ড্যানিয়েলকে'। সেটে সানির সঙ্গে সেলফি তোলা, উষ্ণ আলিঙ্গনে ব্যস্ত হয়ে পড়েন দঙ্গলের কুশীলবরা।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই