বিনোদন ডেস্ক : বলিউড কাঁপানো তারকাদের ডাকনাম শুনলে আপনার হাসি পাবে। এমন সব ডাকনাম যা আগে হয়তো তামাম দুনিয়ার অনেকেই শুনেননি।
এরা পর্দায় কেউ হন রাজ, কেউ আবার সিমরন, রাজ, সঞ্জনা। এভাবে পর্দায় এদের নাম শুনে অভ্যস্ত তাদের ভক্তরা। কিন্তু জানেন কী, বাস্তবে এদের পরিবারের লোকজন বা বন্ধুরা তাদের কী নামে ডাকে।
কঙ্গনা রানওয়াত : ডাক নাম- আরশাদ
কঙ্গনাকে সবাই বলিউডে চেনে নিখুঁত সুন্দরী নায়িকা হিসেবে। বলিউডের এই ক্যুইনকে কিন্তু ডাকা হয়েছে ছেলেদের নামে। নাম আরশাদ। এবার কঙ্গনার সঙ্গে আরশাদ ওয়ারসিকে দেখলে গুলিয়ে ফেলবেন না।
সোনম কাপুর : ডাক নাম- জিরাফ
ছোটবেলা থেকেই লম্বা ছিল বলে সোনমকে তার বাবা অনিল কাপুর জিরাফ বলে ডাকতো।
বিপাশা বসু : ডাক নাম- বনি
সিনেমায় বিপাশার নামগুলো শুনতে দারুণ লাগে। বাস্তবেও বিপাশার ডাকনামটা শুনতে ভালো। বিপাশার বাবা-মা তাকে বনি নামে ডাকত।
সেলিনা জেটলি : ডাক নাম- চিঙ্কি
বলিউডে এনাকে চেনে বোমসেল হিসেবে। জানাশিনা গার্লকে কিন্তু তাদের পরিবারের লোকেরা ডাকে চিঙ্কি নামে। চিঙ্কি নামটা চেনা চেনা লাগছে! মুন্নাভাই এমবিবিএস সিনেমায় মুন্নার প্রেমিকার নাম।
গোবিন্দা : ডাক নাম- চি চি
করিশ্মা কাপুর : ডাকনাম- লোলো
কারিনা কাপুর : ডাকনাম- বেবো
শাহিদ কাপুর : ডাকনাম- সাশা
আফতাব শিবদাসানি : আফতাবকে তার বন্ধুরা ডাকে ফাফি নামে।
গুলশন গ্রোভার : ডাকনাম- গুল্লু
ঐশ্বর্য রাই : ডাকনাম- গুল্লু
রণবীর কাপুর : ডাকনাম- ডাব্বু
প্রিয়াঙ্কা চোপড়া : ডাকনাম- মিত্থু
শ্রদ্ধা কাপুর : ডাকনাম- চিরকুট
আলিয়া ভাট : ডাকনাম- আল্লু
শিল্পা শেঠি : ডাকনাম- বাবুচা
পরিণীতি চোপড়া : ডাকনাম- তিশা
কঙ্কনা সেনশর্মা : ডাকনাম কোকো
বরুণ ধাওয়ান : ডাকনাম- পাপ্পু
সুস্মিতা সেনকে তিতু নামেই ডাকে।
আর মাধবন : ডাকনাম- ম্যাডি
হৃতিক রোশনকে কিন্তু ডুগ্গু নামেই চেনে।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম