সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৩:৫৭

অবশেষে জানা গেলো ‘কাবিল’-এ হৃত্বিকের সঙ্গীকে!

অবশেষে জানা গেলো ‘কাবিল’-এ হৃত্বিকের সঙ্গীকে!

বিনোদন ডেস্ক : কখনো পরিনীতি চোপড়া, তো কখনো শ্রদ্ধা কাপুর। নানা সময় নানারকম নাম কানে এলেও সঠিক খবরটা পাওয়া যাচ্ছিল না। অবশেষে হৃত্বিক রোশন নিজেই জল্পনার অবসান ঘটালেন। হৃত্বিক তার ট্যুইটার একাউন্টে ট্যুইট করে জানালেন ‘কাবিল’-এ তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইয়ামি গৌতম।

শুটিংয়ের সময় পায়ে ব্যাথা পেয়েছিলেন হৃত্বিক। পায়ের সেই চোট নিয়ে বেশ কিছুদিন ভোগতে হয়েছে তাকে। তবে আবার ফুল ফর্মে ফিরেছেন হৃতিক। বর্তমানে তিনি আশুতোষ গোয়ারিকরের মহেঞ্জোদরো ছবিতে শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন। এই ছবি শেষ করে সম্ভবত আগামি মাসেই নেমে পড়বেন রাকেশ রোশন প্রযোজিত সঞ্জয় গুপ্তার ছবি ‘কাবিল’-এর শ্যুটিংয়ে।

তবে রাকেশ রোশনের কোনো ছবিতে এবং এক সাথে স্কিন শেয়ার করতে এই প্রথমবার দেখা যাবে হৃতিক রোশন ও ইয়ামি গৌতমকে। হৃতিক-ইয়ামির এই ‘ফ্রেশ পেয়ারিং’ নিয়ে বেশ আশাবাদী সিনিয়র রোশন। প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতমের নতুন ছবি ‘সনম রে’।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে