বিনোদন ডেস্ক : গেল বছরের সব ঝুট-ঝামেলার উত্তরণ ঘটিয়ে নতুন বছরে চাঙাভাব নিয়ে মিডিয়ায় কাজ করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। অতীত ভুলে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয়ে নতুনভাবে সাজিয়েছেন নিজেকে। করছেন নিয়মিত অভিনয়।
কয়েকটি ধারাবাহিকের পাশাপাশি চলছে খণ্ডনাটকের কাজও। সেই ধারাবাহিকতায় সুজানা এই ভালোবাসা দিবসে দর্শকের সামনে আসছেন দুই নায়ক নিয়ে। আর দুজনই মিডিয়ার আলোচিত ও তুমুল জনপ্রিয়।
একজন চিত্রনায়ক রিয়াজ। অন্যজন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। এ দুজনের বিপরীতে ভালোবাসা দিবস উপলক্ষে অভিনয় করেছেন সুজানা। বিশেষ এ দিনে এনটিভিতে প্রচারের লক্ষ্যে নির্মিত ‘এক্সচেঞ্জ’ নাটকটিতে তার সঙ্গে দেখা যাবে রিয়াজকে। পরিচালক জুনায়েদ বিন জিয়ার পরিচালনায় এতে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
অন্যদিকে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় তাহসানের বিপরীতে যে নাটকটিতে সুজানা অভিনয় করেছেন সেটির নাম ‘তাই তোমাকে’। এটি কোনো স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে না। ইউটিউবে প্রচারের লক্ষ্যে নির্মাণ হয়েছে। আর এ নাটকের মাধ্যমে প্রথমবার ইউটিউবের নাটক এবং সে সঙ্গে তাহসানের বিপরীতে অভিনয় করলেন সুজানা। ভালোবাসা দিবসে এ দুটি নাটক দর্শকের জন্য বিশেষ চমক বলেই আখ্যা দেন জনপ্রিয় এ মডেল-অভিনেত্রী।
এ প্রসঙ্গে সুজানা বলেন, ভালোবাসা দিবসের জন্য এ দুটি নাটকেই অভিনয় করলাম। রিয়াজ ভাইয়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা আগেই ছিল। তবে তাহসানের সঙ্গে এবারই প্রথম করলাম। তার ব্যাপারে আমার চেয়ে দর্শক ভালো বলতে পারবেন। তিনি কতটা ভালো অভিনেতা তা তো আর বলার অপেক্ষা রাখে না।
তবে আমি সত্যিই লাকি যে, দুজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে বিশেষ দিবসের নাটকে কাজ করতে পেরেছি। দুটি নাটকের গল্পই অসাধারণ। আমার কাছে ভালো লেগেছে। দুটি নাটকই দর্শকের জন্য চমক থাকবে বলে আমি মনে করি। এদিকে নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে নিয়মিত কাজ করছেন সুজানা। কিছুদিন আগেই জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির গাওয়া ‘তুমি ছুঁয়ে দিলে’ নামের একটি গানের মডেল হয়েছেন তিনি। এটি প্রকাশের পর থেকে বেশ সাড়াও পেয়েছেন বলে জানিয়েছেন সুজানা।
তবে মিউজিক ভিডিওর কাজটি যত্রতত্র করেন না বলেই জানান তিনি। এক্সক্লুসিভ কোনো গান বা জনপ্রিয় সংগীত তারকার গান ভালো হলে তবেই কাজ করতে সম্মত হন সুজানা। কারণ, এ কাজটি নিছক শখের বশেই করেন তিনি। প্রসঙ্গক্রমে সুজানা বলেন, এ কাজটি শুধু শখের বশে করি। ভালো শিল্পী, নির্মাতা কিংবা ভিডিওর গল্পটা কেমন সবদিক বিবেচনা করে তবেই গ্রিন সিগন্যাল দিই। কাজ করলে তো অনেক করা যায়। কিন্তু মানহীন কাজ করে আমি নিজের ইমেজটা নষ্ট করতে চাই না। মানবজমিন
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস