মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:২৮:৫৩

সব ঝামেলার অবসান ঘটিয়ে ইশানার ‘বিয়ে’

সব ঝামেলার অবসান ঘটিয়ে ইশানার ‘বিয়ে’

বিনোদন ডেস্ক : বিয়ের জন্য পরিবার থেকে চাপ ছিল। ব্যক্তিগতভাবেও বিয়ে করতে চাইছিলেন ইশানা। কিন্তু বিয়েতে সবসময়ই ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করেন তার মামা। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেই গেলেন ইশানা।

তবে বাস্তবে নয়। এমনই এক ঘটনার গল্প নিয়ে ইশানাকে কেন্দ্র করে গতকাল থেকে ঝালকাঠিতে শুরু হয়েছে ইশানা অভিনীত ‘বিয়ে’ নাটকের শুটিং। নাটকটি যৌথভাবে নির্মাণ করছেন সোহেল ও জিয়া।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন, ‘গল্পটি খুবই চমৎকার। তাই কষ্ট করে হলেও অনেক দূরে এসে কাজটি করছি। আশা করি দর্শক টিভির পর্দায় নাটকে আমার বিয়ে বেশ উপভোগ করবেন।’

প্রসঙ্গত, গেল কয়েকদিনে ইশানা বেশক’টি একক নাটকের কাজ শেষ করেছেন। নাটকগুলো হচ্ছে ‘ভ্রমণ’, ‘শোধ’, ‘মিডনাইট গেস্ট’ ও ‘শেষ প্রাপ্তি’। ইশানা জানান, নতুন চারটি একক নাটক শিগগিরই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তার অভিনীত ধারাবাহিক নাটক ‘ইয়েস ম্যাডাম নো স্যার’, ‘দাগ’, ‘সম্রাট’, ‘মনের জানালা’ ও ‘ফেরারি’ বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে