বিনোদন ডেস্ক : ফাঁসির দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রাণ খোয়ালেন এক ইতালীয় নাট্যকর্মী। ইতালির পিসা শহরের তিয়েত্রো লাক্স মঞ্চের উঠোনে নতুন ধরনের নাটক দেখাচ্ছিলেন রাফায়েল শুমাখার। দর্শকদের চোখের সামনেই গলায় ফাঁস লেগে মৃত্যু হল মাত্র ২৭ বছরের ওই অভিনেতার।
নাটকের গল্প অনুযায়ী, একটি দৃশ্যে গুলি লেগে তার মৃত্যু হওয়ার কথা ছিল। কিন্তু দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করতে শেষ মুহূর্তে ফাঁসির সিদ্ধান্ত নেন তিনি। সেইমতো তাকে ফাঁসিতে ঝোলানো হয়। হাততালিতে ফেটে পড়েন দর্শকরা। আচমকা দর্শকদের মধ্যে উপস্থিত এক মেডিক্যাল ছাত্রী খেয়াল করেন, অস্বাভাবিকভাবে কাঁপছেন রাফায়েল।
তিনি এবং আরও দু’জন দর্শক দৌড়ে গিয়ে তাকে নামান। গলার দড়ির ফাঁস খুলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়ে গিয়েছে রাফায়েলের। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েন রাফায়েলের বাবা–মা।
ছেলের ইচ্ছেপূরণ করতে রাফায়েলের অঙ্গদানের অঙ্গীকার করেছেন তারা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে চারজনকে জেরা করে পিসা পুলিশ। এই ধরনের দৃশ্য মঞ্চস্থ করার জন্য যে নিরাপত্তা ব্যবস্থার দরকার, তা রাখা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস