মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৯:০০

স্কুলে ক্যাটরিনাকে কেউই পছন্দ করত না!

স্কুলে ক্যাটরিনাকে কেউই পছন্দ করত না!

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম একজন ক্যাটরিনা কাইফ। যার জন্য পাগল এখন অনেকেই। হয় ক্যাটকে ভেবে কারো কারো রাতের ঘুমও হারাম হয়। কিন্তু এই ক্যাটকেই নাকি স্কুল জীবনে কেউ পছন্দ করত না!

এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ইংল্যান্ডে বড় হওয়া ক্যাটরিনা বলেন, আমি অনেক লাজুক শিশু ছিলাম স্কুলে। আমি সত্যি সত্যি কারো সঙ্গে কথা বলতাম না।

তিনি বলেন, আমার প্রথম বন্ধু ছিল একটি ভারতীয় ছেলে এবং সে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো। আমার বয়স যখন ১৬ হয়েছে তখন আমি বন্ধুত্ব করা শুরু করি।
 
এদিকে বলিউডে সালমান খান এবং এরপর রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে এরমধ্যে অনেক আলোচনা হয়েছে, আছে নানা গুঞ্জনও। তবে ক্যাটরিনা কখনোই স্বীকার করে নি যে তাদের সাথে তার প্রেম আছে।

এরমধ্যে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার খবর চাউর হওয়ার মধ্যেই ক্যাটরিনা বলেছেন, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন কেউ ছাড়া ডেট করবেন না। ফেব্রুয়ারির ১২ তারিখ ক্যাটরিনার বহুল প্রত্যাশিত রোমান্টিক সিনেমা ‘ফিতুর’ মুক্তি পাবে।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে