বিনোদন ডেস্ক : ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ শিরোনামের একটি ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। আর এ ছবিতে ৬ বছরের শিশুশিল্পীর চরিত্রে ছিলেন আলিয়া ভাট। তবে নতুন খবর হচ্ছে এবার সেই অক্ষয়ের সাথেই রোমান্স করবেন আলিয়া!
এমনটা এখন বলিউডজুড়ে আলোচনা। শোনা যাচ্ছে নির্মাতা শ্রীরাম রাঘবন তার আগামী থ্রিলার ছবি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। বিকাশ স্বরূপের ‘দ্য অ্যাক্সিডেন্টার অ্যাপ্রেন্টিস’ অবলম্বনে এর গল্প তৈরি হচ্ছে। আর গল্পের প্রয়োজনেই ছবিতে আলিয়া ভাট আসছেন।
ছবিতে দেখা যাবে ৪০ বছর বয়সের একজন কিলারের প্রেমে পড়েন ১৮ বছরের এক মেয়ে। আর এই কিলারের চরিত্রে নির্মাতার প্রথম পছন্দই হচ্ছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। আর সেই ১৮ বছরের প্রেমিকা মেয়েটি নাকি আলিয়া ভাট।
তাহলে এখন অপেক্ষার পালা আলিয়ার সাথে অক্ষয় কুমারের কেমিস্ট্রেটা কতটা জম্পেশ হয়। উল্লেখ্য, এরই মধ্যে আলিয়া ভাট বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতেও অভিনয় করছেন।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন