বিনোদন ডেস্ক : তরুণ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী পড়শী তার নতুন একক অ্যালবামের কাজ শুরু করতে চলেছেন। এটি তার চতুর্থ একক অ্যালবাম। আগেরগুলোর ধারবাহিকতায় এ অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘পড়শী-৪’।
ডিসম্বর থেকে এই অ্যালবামটির কাজ শুরু হওয়ার কথা থাকলে ব্যস্ততার কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তাই এ বছর আর সময় নষ্ট করতে রাজি নন এই কণ্ঠশিল্পী। এই অ্যালবামে তিনি 'আমার পরাণ যাহা চায়' শীর্ষক রবীন্দ্রসঙ্গীতটি রাখবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে পড়শী বলেন, ‘সম্প্রতি 'আমার পরাণ যাহা চায়' শীর্ষক গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছি। এই গানটি শুনে অনেকে আমার গায়কির প্রশংসা করেছেন। তাই গানটি আমার চতুর্থ এককে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া এর অন্য গানগুলোতেও আগের অ্যালবামের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আশা করি, নতুন বছরে শ্রোতাদের নতুন একটি চমক উপহার দিতে পারব।’
এদিকে, পড়শী সম্প্রতি ভালোবাসা দিবসের একটি মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এটি 'এক পৃথিবী প্রেম' শিরোনামে প্রকাশিত হবে। এতে পড়শীর গাওয়া গানটির কথা হচ্ছে_ 'ভালোবেসে তুমি-আমি এসো বাঁধি ঘর/মরে না ভালোবাসা বেঁচে থাকে বুকের ভেতর'।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন