মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩২:৩৬

ভালোবেসে দুইবার ছ্যাঁকা খেয়েছি : মাহি

ভালোবেসে দুইবার ছ্যাঁকা খেয়েছি : মাহি

বিনোদন ডেস্ক : খুব ছোট বেলাতেই প্রথম প্রেমে পড়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি যার প্রেমে পড়েছিলেন সে ছেলেটি তাদেরই পাশের বাড়িতে থাকত। এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রোপজ ডে উপলক্ষে একটি গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানিয়েছেন মাহি। তিনি বলেন, সে ছেলেটা সবসময় আমার সঙ্গেই থাকত। কোলে নিয়ে ঘুরতো। ছেলেটা খুব কালো ছিল। দেখে আমি খুব ভয় পেতাম। কিন্তু ভালোবাসা কি সেটা বোঝার আগেই ছেলেটার প্রেমে পড়েছিলাম। কিন্তু সেটা তখন বুঝিনি। ক্লাস সেভেনে উঠে যখন দ্বিতীয়বার প্রেমে পড়লাম তখন বুঝলাম আসলে সেই ছেলেটাই ছিল আমার প্রথম প্রেম। কিন্তু তারপর আর ছেলেটার সঙ্গে দেখা হয়নি।

তবে মজার বিষয় হলো মাহি যখন দ্বিতীয়বার যে ছেলেটার প্রেমে পড়েছিলেন সে ছেলেটা মাহিকে পাত্তাই দেন নি। দীর্ঘ সাতমাস ঘুরেও ওই ছেলেটির মন পায় নি মাহি!

এ প্রসঙ্গে মাহি বলেন, টানা সাতমাস ছেলেটার পেছনে পেছনে ঘুরেছি। কতোভাবে যে বোঝাতে চেয়েছি, আমি তাকে পছন্দ করি, কিন্তু সে বুঝলোই না! শেষে বাধ্য হয়ে একটা সিম কিনলাম। সেই নাম্বার থেকে নিয়মিত রোমান্টিক মেসেজ পাঠাতাম। কথা হতো। কিন্তু কয়েকমাস ফোনে প্রেম করার পর একদিন ধরা খেয়ে গেলাম। তারপর আর প্রেমটা আসলে এগোয়নি। পরে আরেকজনকে মনে ধরলো। তাকেও প্রোপোজ করে রিফিউজ হয়েছি। জীবনে দুইবার ছ্যাঁকা খেয়েছি।

তবে অবাক হবার মতই ঘটনা যে, আজকের মাহির জন্য অনেকেই পাগল। আর সেই মাহি কিনা দুইজনকে ভালোবেসেও একজনের কাছ থেকে সারা পায় নি! কিন্তু কেন ওই ছেলেগুলো মাহিকে পাত্তা দিতে চাইলেন না?

এ প্রসঙ্গে মাহি বলেছেন, আমি তো ছোটবেলা থেকেই কালো ছেলেদের পছন্দ করতাম। ফর্সা ছেলেদের ভালো লাগতো না। আর ভদ্র ছেলেও ভালো লাগে না। একটু দুষ্টু টাইপের ছেলে পছন্দ করি। কিন্তু ওই দুইজন ছিল সম্পূর্ণ আলাদা। দু’জনেই ফর্সা ছিল। আর যথেষ্ট ভদ্র। সে কারণেই মনে হয় প্রেমটা স্যুট করেনি।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে