বিনোদন ডেস্ক :বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওনকে দুপুরে খাবার খাওয়ার দাওয়াত দিয়েছিলেন আমির খান। দাওয়াত পেয়ে সানিও হাজির হয়েছেন আমির খানের শুটিং সেটে। এরপর এক সাথে তারা সেরেছেন মধ্যাহ্নভোজ। তবে কি কি খেলেন তারা?
জানা গিয়েছে, নিজের হোটেলে সানি ও ড্যানিয়েলের সঙ্গে লাঞ্চ সেরেছেন আমির। তাদের মেনুতে নাকি ছিল বাটার নান। সেখানে সানির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মস্তিজাদে’ নিয়ে বেশ কিছু কথাও হয়েছে। আজ ক্রু সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ফের সানিকে আমন্ত্রণ জানিয়েছেন আমির।
আমিরের ব্যবহারে মুগ্ধ সানি জানিয়েছেন, আমিরের সঙ্গে দেখা করা তাঁর অসাধারণ অভিজ্ঞতা। লাঞ্চ শেষে আমিরের জড়িয়ে ধরাও তিনি মনে রাখবেন।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন