বিনোদন ডেস্ক : পর্দাতে অনেক চরিত্রেই এ পর্যন্ত দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। এবার সেই তিশাকে দেখা যাবে শাশুড়ির ভূমিকায়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মাতা সুমন আনোয়ার পরিচালিত ‘ভাষা ও মা’র তৃতীয় কিস্তি নাটকে তাকে শাশুড়ির ভূমিকায় দেখা যাবে।
২১ ফেব্রুয়ারি এটি প্রচার হবে বাংলাভিশনে। এতে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শাজাহান, কিসলু, এজাজ বারী ও যারা যরিফ।
সত্যেন সেনের গল্প অবলম্বনে ‘ভাষা ও মা’র নাট্যরূপ দিয়েছেন এবং অভিনয়ও করেছেন পরিচালক সুমন আনোয়ার।
পরিচালক বলেন, নাটকের গল্পের প্রেক্ষাপট কয়েক দশক আগের। তাই হিজাব, পাঞ্জাবি, পাগড়ি প্রভৃতি অনুষঙ্গ এসেছে প্রাসঙ্গিক হয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নির্মিত নাটকটিতে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন