মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৫৮:১৬

বলিউড তারকাদের ডাকনাম শুনলে হাসবেন আপনিও

বলিউড তারকাদের ডাকনাম শুনলে হাসবেন আপনিও

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডে যারা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের নাম সত্যি চমৎকার। তাদের ভক্ত অনুরাগিরাও এসব অভিনেতা অভিনেত্রীদের নামের সাথে মিলিয়ে নিজেদের সন্তানদেরও নাম করন করেন। কিন্তু বাস্তবে এই নায়ক-নায়িকাদের ডাক নাম কি! জানেন?

হুম। যদি আপনি জানেন তাদের ডাক নাম তবে আপনিও হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে বসবেন। যত্তসব মজার ও হাস্যকর বলিউড তারকাদের ডাক নাম। তাহলে আসুন দেখে নিই কার কি ডাক নাম?

কঙ্গনাকে সবাই বলিউডে চেনে নিখুঁত সুন্দরী নায়িকা হিসেবে। বলিউডের ক্যুইনকে কিন্তু অনেক বড় অবধি ডাকা হয়েছে ছেলেদের নামে। তার ডাক নাম কিন্ত আরশাদ।

বলিউডের ফ্যাশন আইডল বলা হয় সোনম কাপুরকে। এই সোনমকে কি বলে ডাকা হয় জানেন? ছোটবেলা থেকেই লম্বা ছিল বলে, সোনমকে তার বাবা অনিল কাপুর জিরাফ বলে ডাকতেন!

সিনেমায় বিপাশার নামগুলো শুনতে দারুণ লাগে। বাস্তবেও বিপাশার ডাকনামটা শুনতে ভাল। বিপসের বাবা-মা তাকে বনি নামে ডাকতেন।

বলিউডে সেলিনা জেটলিকে কে না চেনে? জানাশিনা গার্লকে কিন্তু তাদের পরিবারের লোকেরা ডাকে চিঙ্কি নামে। চিঙ্কি নামটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, মুন্নাভাই এমবিবিএস সিনেমায় মুন্নার প্রেমিকার নাম।

বলিউডের কমেডি কিং আর দারুণ সব নাচের জন্য বেশ জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। আর এই অভিনেতাকে কি নামে ডাকা হত, জানেন? গোবিন্দাকে চি চি নামেই ডাকা হত।

বলিউডে কাপুর পরিবারের দুই বোন কারিশমা কাপুর আর কারিনা কাপুর। এরা দু’জনই স্ব স্ব ক্ষেত্রে দারুণ জনপ্রিয়। আর এদের কি নামে ডাকা হত? জানা গেছে করিশ্মা কাপুরকে লোলো নামে ডাকা হত। আর কারিনা কাপুরকে ডাকা হত বেবো নামে।

এছাড়া, শাহিদ কাপুর-সাশা। আফতাব শিবদাসানি-আফতাবকে তার বন্ধুরা ডাকে ফাফি নামে। গুলশন গ্রোভার-গুল্লু। ঐশ্বর্য রাই-গুল্লু। রণবীর কাপুর-ডাব্বু, তার মা নিতু সিং এখনও তাকে ডাব্বু বলেই ডাকেন। প্রিয়াঙ্কা চোপড়া- মিত্থু। শ্রদ্ধা কাপুর-চিরকুট। আলিয়া ভাট-আল্লু। শিল্পা শেঠি-বাবুচা। পরিণীতি চোপড়া- তিশা। কঙ্কনা সেনশর্মা-কোকো। বরুণ ধাওয়ান-পাপ্পু। সুস্মিতা সেন-তিতু। আর মাধবন-ম্যাডি। হৃতিক রোশন-ডুগ্গু।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে