বিনোদন ডেস্ক : জনপ্রিয় ‘আশিকী ২’ সিনেমার ব্যাপক সাফল্যের পর আবারও আনস্ক্রিনে দেখা যাবে আদিত্য ও শ্রদ্ধা কাপুরের রসায়ন। তামিল সিনেমার হিন্দি রিমেক ‘ওকে জানু’ তে দেখা যাবে এ জুটিকে।
এদিকে নিজের বিপরীতে আবারও শ্রদ্ধা কাপুরকে পেয়ে বেশ উচ্ছ্বসিত আদিত্য রয় কাপুর। তিনি বলেন, ‘ফের একসঙ্গে অভিনয়ের এটিই উপযুক্ত সময় আমাদের। দর্শক আমাদের আনন্দের সঙ্গে গ্রহণ করবে বলে আশা করি। আমি মনে করি, আমরা দুজনই এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত। এই সিনেমায় শ্রদ্ধার সঙ্গে ফিরতে পেরে আমি সত্যিই খুব উৎফুল্ল।’
তামিল সিনেমা ‘ওকে কানমানি’র রিমেক ‘ওকে জানু’। এ সিনেমার মূল বিষয় দুজন তরুণ-তরুণীর প্রেম এবং এই প্রেমকে কেন্দ্র করেই সম্পর্কে টিকে থাকা। বর্তমানে আদিত্য ব্যস্ত রয়েছে ‘ফিতুর’ সিনেমার প্রমোশনে।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন