বিনোদন ডেস্ক : অবশেষে অভিনেতা ফরিদ আলীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকার অভাবে আর এই অভিনেতার চিকিৎসা ব্যাহত হবে না। তার চিকিৎসার পুরো ব্যয়ভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশে অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলীকে সোমাবার রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি থাকলেও অর্থাভাবের কারণে নিজ বাসায় ফিরতে হয় তাকে।
টাকার অভাবে অভিনেতা ফরিদ আলীর চিকিৎসা ব্যাহত হচ্ছে- এমন খবর পেয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন জানান, সোমবার সকালে অভিনেতা ফরিদ আলীর খবরটি পেয়ে কার্যালয়ের পরিচালক ডাক্তার জুলফিকার লেলিনকে খবর নিতে বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঢাকা মেডিকেলে খবর নিয়ে তিনি জানতে পারেন, ফরিদ আলীকে তার পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে বাসায় ফিরিয়ে নিয়ে গেছেন। ওষুধ কেনা ও হাসপাতালে থাকার মতো টাকা তার পরিবারের কাছে নেই। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ফরিদ আলীকে সোজা নিয়ে আসা হয় হৃদরোগ ইনস্টিটিউটে।
সোমবার থেকে তিনি সেখানিই উন্নত চিকিৎসা পাচ্ছেন, যার ব্যয়ভার বহন করবেন প্রধানমন্ত্রী নিজেই।
গত ১৫ জানুয়ারি পুরান ঢাকায় হার্টঅ্যাটাক হলে তাকে প্রথমে ওয়ারী ডায়াবেটিক হাসাপাতালে নেয়া হয়। সেখানে তিনদিন থাকার পর চ্যানেল আইয়ের সহযোগিতায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু টাকার সমস্যার কারণে পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে গিয়েছিলেন।
৭৫ বছর বয়সী ফরিদ আলী পুরান ঢাকার ঠাঁটারিবাজারের বাসিন্দা। গত ঈদে আমজাদ হোসেন পরিচালিত ‘পূর্ণিমার চাঁদে মেঘ’ নাটকে অভিনয় করেন তিনি।
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম