মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৮:৪৯

ফারিয়ার কাছে আমি খাটো হয়ে গেলাম : জলি

ফারিয়ার কাছে আমি খাটো হয়ে গেলাম : জলি

বিনোদন ডেস্ক : কলকাতার জিতের বিপরীতে অভিনয় করছেন ঢাকাই সিনেমার নতুন নায়িকা জলি। এমন খবরই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ থেকে বলা হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। জলি নয়, জিতের বিপরীতে নাকি চুড়ান্ত করা হয়েছে নুসরাত ফারিয়াকে! তাহলে কি রাতারিাতই গণেশ উল্টে গেল!

এদিকে জিতের বিপরীতে অভিনয় করছেন জলি। এ নিয়ে তার পরিকল্পনাও ছিলো অনেক। এমনকি তার ভক্ত অনুরাগিরাও ইতিমধ্যে জেনেছেন সে কথা। পত্রিকাতে এখব রটেছে। অথচ এরই মধ্যে তাকে বাদ দেয়া হল! এ নিয়ে জলিও খবু হতাশ।

এ প্রসঙ্গে জলি একটি দৈনিককে বলেছেন, এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমাকে কিছুই জানায়নি। এতটুকুই জানি, আমি জিতের বিপরীতে ‘বাদশা’ ছবিতে অভিনয় করছি। বিষয়টা আমাকে আগেই জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। তখন তো খবরটি বিভিন্ন পত্রিকার পাতাতেও এসেছে।

এদিকে কেউ কেউ বলছেন, নুসরাত ফারিয়াকে কেন্দ্র করে জাজ থেকে বের হয়ে আসছিলেন মাহিয়া মাহি। এবার ঠিক একইভাবে ফারিয়াকেও প্রাধান্য দেয়া হচ্ছে। সে ক্ষেত্রে কি জলিও বের হয়ে আসবেন?

তবে জলির কাছ থেকে তেমন কোন ইংগীত এখনও পাওয়া যায় নি। তবে জলি বলেছেন, কী আর সিদ্ধান্ত নেব। সবকিছুর ভার ভাগ্যের ওপরেই ছেড়ে দিয়েছি। যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করছি। তারা যেভাবে বলবেন, সেভাবেই হবে। তবে বাইরে থেকে যখনই নুসরাত ফারিয়ার বিষয়টি শুনেছি, তখন থেকে আবারও আগের মতোই খাওয়াদাওয়া শুরু করেছি। ব্যায়ামও ছেড়ে দিয়েছি।

ফারিয়া জিতের বিপরীতে অভিনয় করছেন। এ খবর পত্রিকাতেও প্রকাশ হয়েছে। অর্থাৎ জলি এখন আর জিতের বিপরীতে বাদশা ছবিতে থাকছেন না, এটাই নিশ্চিত। এ প্রসঙ্গে জলি বলেন, এমন খবর আমিও দেখেছি। দেখার পর আমার খারাপ লেগেছে। এখন যদি সত্যি সত্যিই জিতের বিপরীতে ফারিয়া অভিনয় করেন, তাহলে আমার জন্য তা হবে খুবই দুঃখজনক ঘটনা। মনে হচ্ছে, ফারিয়ার কাছে আমি খাটো হয়ে গেলাম। তা ছাড়া আগে থেকেই আমার বন্ধুবান্ধব, পরিবার, ভক্ত-সবাই তো জানে আমি কাজটি করছি। এখন যদি তা না হয়, তাহলে সবার কাছে আমার মাথা হেঁট হয়ে গেল। বিষয়টি ভাবলেই চোখে পানি চলে আসে।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে