মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৮:১৭

১২ ফেব্রুয়ারি প্রীতির বিয়ে

১২ ফেব্রুয়ারি প্রীতির বিয়ে

বিনোদন ডেস্ক : কোন খবর ছিল না। কেউ জানেনও না। অথচ ১২ ফেব্রুয়ারি বিয়ে করছেন প্রীতি জিনতা! তিনি নাকি এমন খবরই জানিয়ে তার বন্ধুদেরকে ফোন করে লস অ্যাঞ্জেলসে চলে আসতে বলেছেন।

এদিকে এমন খবর শুনে পুরো বলিউড হতবাক! সত্যিই কি প্রীতি বিয়ে করছেন? আর এটা কিভাবে সম্ভব? একজন তারকা বিয়ে করছেন আর আগেভাগে কেউই জানতে পারলেন না! এ-ও কি সম্ভব!

সূত্রের খবর, ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি নাকি লস অ্যাঞ্জেলসে বসবে প্রীতির বিয়ের বাসর। পাত্র তার সেই অামেরিকান বয়ফ্রেন্ড গেনে গুডএনাফ। গত ১৮ মাস ধরে নাকি ডেট করছেন তারা।   

২০০৫ সাল থেকে নেস ওয়াদিয়ার সঙ্গে ডেট করতেন প্রীতি জিনতা। ২০০৮ সালে তারা আইপিএল-এ টিম কেনেন। ২০০৯ সালে একটি পার্টিতে প্রীতিকে চড় মারার অভিযোগ ওঠে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে। ২০১৪ সালে নেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলিউডের এই অভিনেত্রী। তারপর কিছুদিন সব চুপচাপই ছিল।

গত বছর নভেম্বরে সামনে আসে প্রীতি জিনতার বিয়ের খবর। কিন্তু দিন কয়েক পরে শোনা যায়, খবরটি নাকি ভুয়া। এখন আবার তার বিয়ের খবর শোনা যাচ্ছে। তাও বেশি দেরি নেই। মাত্র তিন দিন।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে