মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪৯:৫৭

আক্রান্ত প্রিয়াঙ্কার দিন কাটছে ভয়ে

আক্রান্ত প্রিয়াঙ্কার দিন কাটছে ভয়ে

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া ভয় পেয়েছেন। আতঙ্কে তার চোখমুখ বিকৃত হয়ে উঠেছে। দিশেহারা হয়ে কি করবেন বুঝতে পারছেন না নায়িকা। প্রিয়াঙ্কার ভয় পাওয়া এই মুখের ছবিই এখনি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে তার এই ছবিটি। নায়িকা নিজেও শেয়ার করেছেন তার আতঙ্কিত মুখের ছবি। কিন্তু কি এমন হয়েছিল যা থেকে এতটাই ভয় পেয়ে গেলেন তিনি?

আসলে ‘নোমোফোবিয়ায়’ আক্রান্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা। কারো কাছে ফোন না থাকলে সেই আতঙ্কে আক্রান্ত হওয়াকে বলে নোমোফোবিয়া। তবে সে সময় প্রিয়াঙ্কার কাছে ফোন থাকলেও কোনো সিগন্যাল ছিল না। ব্যাটারির চার্জ না থাকায় কারো সঙ্গে যোগাযোগ করতেও পারছিলেন না। আর তা থেকেই আতঙ্ক শুরু হয় তার। গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল নেটওয়াকিং সাইটে শেয়ারও করেছেন তিনি।

প্রিয়াঙ্কার নিজের মতে, ঘটনাটি কয়েক দিন আগের হলেও এই সমস্যায় মাঝে মাঝেই আক্রান্ত হন তিনি। আর এ কারণে মনোবিদের পরামর্শও নিয়েছেন নায়িকা। এটাই তার জীবনে আপাতত সবচেয়ে বড় ভয়।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে