মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪১:৩৭

মিমো এবার আইটেম গানে মঞ্চ মাতাবেন

মিমো এবার আইটেম গানে মঞ্চ মাতাবেন

বিনোদন ডেস্ক: সুপার হিরোইন খ্যাত মডেল ও অভিনেত্রী মিমোকে এবার দেখা যাবে একটি বিশেষ আইটেম গানে। ‘সোনাবন্ধু’ নামের একটি ছবিতে মঞ্চ মাতাবেন তিনি। ওই সিনেমাটিতে আরও অভিনয় করছেন ডি এ তায়েব, পপি ও পরীমণি।

আইটেম গানে মঞ্চ মাতানো বিষয়ে মিমো বলেন, ‘অনেকটা আকস্মিকভাবেই এই গানটিতে চুক্তিবদ্ধ হয়েছি। গত সপ্তাহে বাংলাদেশ পুলিশের একটি অনুষ্ঠানে পারফর্ম করি আমি। সেখানেই এ প্রস্তাবটা পেয়ে যাই এবং চুক্তিবদ্ধ হই। আমার পারফর্ম শেষ হলে ডিএতায়েব এসে বলেন, আমার ‘সোনাবন্ধু’ ছবির আইটেম গানে অংশ নেবেন কিনা? সম্মতি দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাকে অবাক করে দিয়ে চুক্তিপত্রের কাগজ নিয়ে হাজির হন ডিএতায়েব।”

লামিয়া মিমো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার বিজয়িনী। তিনি যেমন চলচিত্রে অভিনয় করে থাকেন তেমনি নাটকেও অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে মোস্তফা সারওয়ার ফারুকীর ‘আমি কি ভুলিতে পারি’, আশুতোষ সুজনের ‘রেড ড্রাগন’, ‘জলছবি’ প্রভৃতি।
০৯ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে