বিনোদন ডেস্ক : গুজব রটেছিল বিয়ে করতে যাচ্ছেন বলিউডের 'ডিম্পল গার্ল' প্রীতি জিনতা৷ আমেরিকা নিবাসী জেন গুডম্যানের সঙ্গে বাগদান পর্ব সারতে খুব শিগগিরই লস অ্যাঞ্জেলস পৌঁছে যাবেন তিনি।
এমনটাই ছড়িয়েছিল সংবাদমাধ্যমগুলোতে৷ বলা হয়েছিল, ১২-১৬ ফেব্রুয়ারি চলবে বিয়ের অনুষ্ঠান৷ ভালোবাসার মৌসুমে আচমকাই প্রীতির বিয়ের খবরে চমক লেগে যায় বলিউডসহ তার বিশাল ভক্তকুলে৷
কিন্তু সেই সব খবরে জল ঢেলে বিয়ের খবরকে উড়িয়ে দিলেন প্রীতি৷ টুইট করে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন সম্পর্কে মিডিয়া ও মানুষের অতিরিক্ত কৌতূহলের বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি৷
টুইটে তিনি বলেন, যেহেতু জীবনটা আমার, তাই আমার বিয়ের ঘোষণা দয়া করে আমার ওপর ছেড়ে দিন৷
পরবর্তী টুইটে মিডিয়ার ভুয়া খবর রটানোকে একহাত নিয়ে প্রীতি বলেন, আমি অত্যন্ত বিরক্ত হয়েছি৷ আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার এত জল্পনা মেনে নেয়া যায় না৷
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
কানাঘুষা শোনা যাচ্ছিল, নতুন বছরের জানুয়ারি মাসেই সাত পাঁকে বাঁধা পড়তে যাচ্ছেন প্রীতি জিনতা৷ কিন্তু সেই সময়ও সব আলোচনায় জল ঢেলে দিয়েছিলেন তিনি৷
বলেছিলেন বিয়ে করার কোনো পরিকল্পনা তার নেই৷ বলিউডের এই ঠোঁটকাটা ডিভা গত দু'বছর ধরে জেন গুডম্যানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন৷
জেন প্রীতির চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলেও তিনি প্রীতিকে খুব ভালোবাসতেন। তার নিজস্বতাকে সম্মান করেন, এমনটাই জানিয়েছেন প্রীতির এক ঘনিষ্ঠ বন্ধু৷
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম