মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৪:১০

অবশেষে ডিভোর্সের পথে প্রবীণ অভিনেতা ওম পুরী

অবশেষে ডিভোর্সের পথে প্রবীণ অভিনেতা ওম পুরী

বিনোদন ডেস্ক : ২০১৬ সালের  শুরু থেকেই বলিউড পাড়ায় ব্রেক আপের যেন হিড়িক লেগে গিয়েছে। রণবীর-ক্যারিনা, ফারহান-অধুনা, অানুশকা-বিরাটের পর এবং সেই পথেই হাঁটলেন বলিউডের অনতম অভিনেতা ওম পুরীও। ২৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানার পথেই হাঁটলেন এই প্রবীণ অভিনেতা।

ওম পুরী এবং তার স্ত্রী নন্দিতা গত সপ্তাহে আদালতে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান। আদালতও তাদের আইন মোতাবেক আলাদা থাকার আদেশ দিয়েছে। আদেশে আরো বলা হয়েছে, নিজেদের ইচ্ছায় তারা আলাদা থাকতেই পারেন। তবে আইন অনুযায়ী তাদের বিবাহিত বলেই ধরা হবে। তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত না থাকলে তারা নিজেদের মধ্যে কোনো কথাবার্তা বলতে পারবেন না। তবে ১৮ বছরের ছেলে ঈশানের সঙ্গে দেখা করার ক্ষেত্রে ওম পুরী-র ওপর কোনো নিষেধ আরোপ করা হয়নি।

অবশ্য ভাঙনের শুরু হয়ছিল আরো তিন বছর আগেই। ২০১৩ সালে নন্দিতা স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সে সময়ও তাদের মধ্যে মামলা চলে। তবে ওম পুরী এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে