মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৩:১৯

ভালােবাসা দিবসের আগে কেন এমন চেহারায় সালমান?

ভালােবাসা দিবসের আগে কেন এমন চেহারায় সালমান?

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের প্রতিদিনের জীবন নিয়েই তৈরি হয় নানান রকমের সংবাদ। তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন বলিউডের খান সাহেবেরা। এবার আপনাদের তেমনি একটি বিষয় জানাবো বলিউডের মোস্ট এলিজাবেল ব্যাচেলর খান সালমানকে নিয়ে। ভালোবাসা দিবসের আগে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে এই খানের মোচ এবং হাল্কা দাঁড়ি! একেবারে ক্লিন শেভ লুকেই দেখা গেলো এই ব্যাচেলর রাজপুত্রকে।

অনেকেই শোন হয়তোবা অবাক হতেই পারের। এই প্রেম কুমার কেন ভালোবাসা দিবসের আগে এমন লুক ধারণ করলেন? আসলে ভালোবাসা দিবসটা তার কাছে কোনো মুখ্য বিষয় নয়। তাছাড়া এমন লুক কোন প্রেমিকার জন্যও নয়। তার আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘সুলতান’-এর জন্যই দাঁড়ি-গোঁফ ছাটিয়ে এমন নয়া চেহারা তৈরি করেছেন খান সাহেব।

‘সুলতান’ ছবির অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট সালমানের নয়া লুকের ছবিটি পোস্ট করেছে। সেই পোস্টে লেখা, ভ্যালেন্টাইনস্ ডে’র পূর্বেই নয়া লুকে সালমান। এহেন লুক দেখে অনেকেই ‘প্রেম রতন ধন পায়ো’-র নায়ক সালমানকে খুঁজে পাবেন।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে