বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রেম বিচ্ছেদ হয়েছে বলিউড হিরো রণবীর কাপুরের সাথে। সেই ব্যাথা ভুলে থাকতেই নাকি কাজের প্রতি একটু বেশি মন দিয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে মুক্তি পেতে চলেছে তার অভিনিত ছবি ‘ফিতুর’। এখন সেই সিনেমার প্রচারেই ভাতর জুড়ে প্রচরণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কিছুদিন আগে দিল্লীতে সেলিম চিশতির মাজার জিয়ারত করে এসেছেন এই অভিনেত্রী। আর এবার জয়পুরে বিখ্যাত মুসলিম সাধক খাজা মইনুদ্দিন চিশতির মাজারে গিয়ে জিয়ারতে শরিক হলেন বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ!
ভালোবাসা দিবসে মুক্তি পাবে তার ছবি ‘ফিতুর’-এর প্রচারণায় বর্তমানে খুবই ব্যস্ত আছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর এই ছবি প্রচারণার ভারতের শহরগুলোতে দেখা যাচ্ছে তাকে। গত পরশুদিন দিল্লীর ফতেহপুরে ‘সেলিম চিশতির মাজার শরীফ’-এ গিয়ে মাজার জিয়ারত করার পর এবার জয়পুরে গিয়ে খাজা মইনুদ্দিন চিস্তির মাজার জিয়ারত করলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! সুফি সাধকদের মাজারে গিয়ে নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এর জন্য দোয়া প্রার্থনা করছেন তিনি।
শুধু মুসলিম ধর্মালম্বিদের জন্যই নয়, বরং অন্যান্য ধর্মালম্বিদের জন্যও পবিত্রতম স্থান খাজা মইনু্দ্দিন চিশতির মাজার শরীফ। গতকাল (সোমবার) বিকালে তিনি খাজা মইনুদ্দিন চিশতির মাজার জিয়ারতে যান। এসময় সাদা পোশাকে পরিহিত অবস্থায় দেখা গিয়েছে ক্যাটরিনাকে। শুধু তাই না, ওড়না ছাড়াও তাকে মাথায় এসময় সাদা একটি স্কার্ফ দিতেও দেখা গেছে! মাজারে তিনি প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মত অবস্থান করেন।
প্রসঙ্গত, বলিউড সিনেমাতে এই প্রথম ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কাপুরকে এক সাথে জুটি হয়ে কাজ করতে দেখা যাবে। এই ছবিতে অভিনয়ের সুবাদে গতকাল ক্যাটরিনাকে একট্রাক গোলাপ উপহার দিয়ে চমকে দিয়েছেন সহ অভিনেতা আদিত্য রায় কাপুর। ‘ফিতুর’ নামের এই ছবির প্রচারণার কাজে এরা দুজনই এখন ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, চলতি মাসের ১২ তারিখে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই