মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৯:১৫

প্রেম-প্রস্তাব লুকাচ্ছেন ক্যাটরিনা!

প্রেম-প্রস্তাব লুকাচ্ছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : বুকের আগুন এখনো নেভেনি রণবীর কাপুরের।  সদ্য জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্যাটরিনা কাইফ।  এরই মাঝে বুকের আগুন জ্বলে উঠল আরেকজনের।

সেই জ্বালার তীব্রতা এতটাই যে, একটুও সময় নষ্ট করতে চাইলেন না তিনি। প্রোপোজ ডে-তে এক গুচ্ছ লাল গোলাপ দিয়ে ক্যাটরিনাকে শেষমেশ প্রেম-প্রস্তাব দিয়েই ছাড়লেন আদিত্য রায় কাপুর।

ক্যাটরিনাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এসবই না কি নতুন ছবি 'ফিতুর'-এর প্রচার! এর বেশি কিছুই নয়!

হ্যাঁ, এটা সত্যি কথা যে 'ফিতুর' ছবির প্রচারের জন্য জয়পুর গিয়েছিলেন ক্যাটরিনা আর আদিত্য।  তবে এও সত্যি যে, সেখানেই তাকে প্রোপোজ করেছেন আদিত্য।

কিন্তু লাল গোলাপ কেন? সবাই তো জানেন, লাল গোলাপের মানে বিশুদ্ধ প্রেম ছাড়া আর কিছুই নয়।  শুধুই কি লাল গোলাপ? এর আগে আগ্রায় ক্যাটরিনার জন্য পছন্দ করে ঝুমকো কিনেছেন আদিত্য।

এক রাশ লোকের সামনেই সেই ঝুমকো জোড়া পরিয়েও দিয়েছেন ক্যাটরিনার কানে।  দিল্লি থেকে কিনে দিয়েছেন কাশ্মীরি শাল, তাও রীতিমতো বাছাবাছি করে।  তাহলে এসবই যদি 'ফিতুর', মানে বিশুদ্ধ ভালোবাসা না হয়, তবে আর কী?
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে