বিনোদন ডেস্ক : মাথায় পাগড়ি থাকায় এক শিখ অভিনেতাকে নিউইয়র্কগামী বিমানে উঠতে বাধা দেয়নি মেক্সিকোর একটি বিমান পরিবহন সংস্থা। এ এ ঘটনা ঘটেছে সোমবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে।
ওইদিন মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে অবস্থান করছিল নিউইয়র্কগামী এরো মেক্সিকোর একটি বিমান। বিমানে ওঠার জন্য দাঁড়িয়েছিলেন ওয়ারিশ ওহলুওয়ালিয়া নামে সেই অভিনেতা।
তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত। ফ্যাশন উইকে পরিচিত মুখ ওয়ারিশ যাচ্ছিলেন নিউইয়র্ক ফ্যাশন উইকে যোগ দিতে।
অস্কারে মনোনয়ন পাওয়া ‘গ্র্যান্ডবুদাপেস্ট হোটেল’ ছবিতেও অভিনয় করেছেন ওয়ারিশ। শিখ এ অভিনেতার মাথায় পাগড়ি থাকায় বিমানে উঠতে বাধা দেয়া হয়। বিমান পরিবহন সংস্থা এরোম্যাক্স কর্তৃপক্ষ তাকে মাথার পাগড়ি খুলতে বলেন। কিন্তু তিনি কিছুতেই পাগড়ি খুলতে নারাজ।
বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের নিয়ম ও নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম