মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩২:৪৬

বেশি বয়সে মা হয়েছে যেসব বলিউড নায়িকা

বেশি বয়সে মা হয়েছে যেসব বলিউড নায়িকা

বিনোদন ডেস্ক : অনেকেরই ধারণা ত্রিশ বছর পেরিয়ে গেলে মা হওয়া নিয়ে চিন্তায় ভোগেন অনেক নারীই। তবে চিকিত্সা ও সঠিক লাইফস্টাইলের মাধ্যমে ৩৫ বছর পেরিয়ে মা হওয়াও এখন সহজ বলেই মনে করেন চিকিত্সকা। এই গ্যালারিতে দেখে নেব এমন কিছু বলিউডি নায়িকাদের যারা কেউ মা হয়েছেন ৩৫-এ, কেউ বা ৪০ পেরিয়ে গিয়ে।

শ্রীদেবী : প্রথম সন্তানের মা হওয়ার সময় শ্রীদেবীর বয়স ছিলো প্রায় ৩৫ বছর।

মাধুরী দীক্ষিত : ২০০৩ সালে প্রথম বার মা হওয়ার সময় মাধুরীর বয়স ছিলো প্রায় ৩৬ বছর।

ঐশ্বরিয়া রাই বচ্চন : প্রথম বার মা হওয়ার সময় ঐশ্বরিয়ার বয়স ছিলো প্রায় ৩৮ বছর।

রানি মুখার্জি : প্রথম বার মা হওয়ার সময় রানির বয়স ছিলো প্রায় ৩৭ বছর। এই বয়সেই একটি ফুটফুটে কন্যার জন্ম দেন তিনি।

লারা দত্ত : প্রথম বার মা হওয়ার সময় লারা দত্তের বয়স ছিলো প্রায় ৩৩ বছর।

ফারহা খান : প্রথম বার মা হওয়ার সময় ফারহা খানের বয়স ছিলো প্রায় ৪৩ বছর। এই বয়সে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন ফারহা।

শিল্পা শেঠি : প্রথম বার মা হওয়ার সময় শিল্পা শেঠির বয়স ছিলো প্রায় ৩৮ বছর।

নন্দিতা দাস : প্রথম বার মা হওয়ার সময় নন্দিতা দাসের বয়স ছিলো প্রায় ৪২ বছর।

ইশা কোপিকর : প্রথম বার মা হওয়ার সময় ইশা কোপিকরের বয়স ছিলো প্রায় ৩৮ বছর।

মন্দিরা বেদী : প্রথম বার মা হওয়ার সময় মন্দিরা বেদীর বয়স ছিলো প্রায় ৩৯ বছর। অবশ্য বিয়ের ১২ বছর পর মা হন মন্দিরা।

রাগেশ্বরী লুম্বা : প্রথম বার মা হওয়ার সময় রাগেশ্বরী লুম্বার বয়স ছিলো প্রায় ৪০ বছর। সাবেক অভিনেত্রী, পপ-সিঙ্গার রাগেশ্বরী লুম্বা।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে