মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৭:০৮

গুলশান থানায় আরেফিন শুভ!

গুলশান থানায় আরেফিন শুভ!

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অলোচিত নায়ক আরেফিন শুভকে রাজধানীর গুলশান থানায় দেখা গিয়েছে। আজ রবিবার দুপরে তকে গুলশান থানায় হাজির হতে দেখা গিয়েছে। তবে এটি কোনো শুটিং বা অভিনয়ের জন্য নয়। জানা যায়, আরেফিন শুভর জি করোলা গাড়িটির গ্লাস খোয়া গিয়েছে এ জন্যই তিনি গুলশান থানায় এসেছেন।

গুলশান নিকেতন এলাকায় তার ড্রাইভার তার গাড়িটি রেখে বাসায় যায়, পরে এসে দেখতে পায় কে বা কারা তার গাড়িটির গ্লাস খুলে নিয়ে গিয়েছে। এ জন্যই তিনি জিডি বা সাধারণ ডায়েরী করার জন্য এসেছেন।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ আরেফিন শুভর জিডি গ্রহন করেছেন এবং তার ঐ এলাকার সিসিটিভি’র ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, আরিফিন শুভ বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী। তিনি ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন। তিনি একজন খলনায়ক হিসেবে প্রথমবারের মত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের সাথে অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকমহল থেকে ব্যাপক প্রশংসা পান। এরপর তিনি আইরিন সুলতানার বিপরীতে ভালবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে